ফাইল
ছবি
Publish Date
২০১৯-০২-১১
Archive Date
২০১৯-০২-১৮
বিস্তারিত
বিষয়:
২০১৮-১৯ অর্থবছরের ২য় ত্রৈমাসিক সমন্বয় সভার কার্যপত্র তৈরীর জন্য তথ্য প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সিলেট বিভাগের জেলা পরিষদ সমূহের সার্বিক কার্যক্রম সংক্রান্ত ২০১৮-১৯ অর্থ বছরের অনুষ্ঠেয় ২য় ত্রৈমাসিক সমন্বয় সভা আগামী ১৮/০২/২০১৯ খ্রিঃ তারিখ দুপুর ০১.০০ ঘটিকায় বিভাগীয় কমিশনার মহোদয়ের সভাকক্ষে (ভবন নং-১) অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সহকারী প্রকৌশলীসহ উপস্থিত থাকার জন্য তাঁকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সভার আলোচ্যসূচি নিম্নরুপঃ
১. পূর্ববর্তী সভাসমূহের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি।
২. জেলা পরিষদসমূহের ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা/তুলনামূলক আলোচনা।
৩. জেলা পরিষদসমূহের ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরের জমি হস্তান্তর বাবদ প্রাপ্ত আয় পর্যালোচনা/তুলনামূলক আলোচনা।
৪. খেয়াঘাট ইজারা সংক্রান্ত আলোচনা।
৫. পুকুর ইজারা সংক্রান্ত আলোচনা।
৬. জমি ইজারা সংক্রান্ত আলোচনা।
৭. ছাত্রবৃত্তি বিতরণ কার্যক্রম।
৮. অনুদান প্রদান কার্যক্রম।
৯. অডিট আপত্তি নিষ্পত্তিকরণ।
১০. বেদখলকৃত সম্পত্তি সংক্রান্ত আলোচনা।
১১. দেওয়ানি মামলা সংক্রান্ত আলোচনা।
১২. বিবিধ।
০২। উক্ত সভার কার্যপত্র তৈরির জন্য সংযুক্ত ছক মোতাবেক তথ্যাদি (Nikosh ফন্টে) আগামী ১৩/০২/২০১৯খ্রি: তারিখের মধ্যে directorlgsyl@gmail.com ই-মেইল মারফত (M/S Word) এবং হার্ডকপি প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তঃ সংযুক্ত ছক ০২(দুই) পাতা।