সিলেট মডেল স্কুল এন্ড কলেজ সিলেট জেলা শহরের সিলেট সদর উপজেলার ভীতর অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সামনে সুবিশাল মাঠ আর গাছপালাঘেরা আঙ্গিনায় অবস্থিত এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রিদের পড়াশুনার সুব্যবস্থা রয়েছে। বিদ্যালয়টি অনেক কৃতি ছাত্র/ছাত্রীর পীঠস্থান হিসেবে সুপরিচিত। এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে।
১৯৮৫ সালে বিদ্যালয় প্রতিষ্ঠাকল্পে দানবীর মুন্সী আজিম উদ্দিন আহাম্মদ সাহেব নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা দান করে এবং উক্ত টাকায় তৎকালীন সময়ে ৪ একর ৬২ শতাংশ জমি বিদ্যালয়ের নামে ক্রয় করে উক্ত জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে পিছিয়ে থাকা মুসলমানদের মধ্যে শিক্ষার আলো বিতরণের জন্য মুন্সী আজিম উদ্দিন অত্র বিদ্যালয়টি প্রতিষ্টা করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু হীরণ চন্দ্র গোস্বামী। তিনি ০৩/২/৮৫ থেকে ১৯/১২/৮৮ পর্যন্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত বপালন করার পর বাবু বসন্ত কুমার চক্রবর্তী ২০/১২/৮৮ থেকে ২৮/০৮/৯২ পর্যন্ত বিদ্যালয়ের হাল ধরেন। তার সময় ১৯২২ সালে বিদ্যালয়ের কৃতী ছাত্র রেবতী মোহন বর্মণ অবিভক্ত বাংলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এন্ট্রান্স পরিক্ষায় ১ম স্থান অধিকার করেন। পরবর্তীতে অনেক চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে বিদ্যালয়টি চলতে থাকে। এই অবস্থায় বিদ্যালয়টির অগ্রগতি ব্যাহত হলে ০১/০১/১৯৫১ সালে ত্রাতার ভূমিকা নিয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন মোঃ মতিউর রহমান। যাঁর হাতের ছোঁয়ায় বিদ্যালয়টি প্রাণ ফিরে পেল নতুন করে। যাকে বলা হয় সিলেট মডেল স্কুল এন্ড কলেজ টি আধুনিক রূপকার। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি
ক্রমিক নং | শেণীর নাম | ছাত্র | ছাত্রী |
০১ | প্রথম | ৮৯ | ৪৩ |
০২ | দ্বিতীয় | ৬৯ | ২৭ |
০৩ | তৃতীয় | ৫৯ | ২১ |
০৪ | চতুর্থ | ৮০ | ১৩ |
০৫ | পঞ্চম | ৬২ | ৮৯ |
০৬ | ৬ষ্ঠ | ৭৮ | ২৬ |
০৭ | ৭ম | ৪৭ | ৩৬ |
০৮ | ৮ম | ৮৮ | ৫৬ |
০৯ | ৯ম | ৪৪ | ২৬ |
১০ | ১০ম | ৩৫ | ৩৮ |
১১ | একাদশ | ২৮ | ১৮ |
১২ | দ্বাদশ | ২৪ | ১৩ |
বিগত পাঁচ বছরের শ্রেণী ভিত্তিক ফলাফল
পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার | সাল |
৯৪ | ৭৮% | ২০০৯ |
১১৩ | ৬৯% | ২০১০ |
১২৬ | ৬৪% | ২০১১ |
১৩৭ | ৭৯% | ২০১২ |
১২৭ | ৯১% | ২০১৩ |
১। সরকার থেকে প্রত্যেক শেণীর বই বিনামূল্যে বিতরণ।
২। সরকার থেকে উপস্থিতির উপর মাসে টাকা প্রদান।
৩। এছাড়াও বিভিন্ন ক্লাব বা সমিতি মেধাবী ছাত্র-ছাত্রী জন্য বিভিন্ন শিক্ষা উপকরণের ব্যবস্থা করে।
অত্র প্রতিষ্ঠানটি বিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই স্থানীয় এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া ও খেলাধুলায় বিশেষ সুনাম অর্জন করে আসছে।
১। সমাপনি জেএসসি, এস এস সি এবং এইচ এস সি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন।
০২। গ্রামের মানুষকে সচেতন করার জন্য শিশুদের শিক্ষাদেয়া ।
০৩। উল্লেখিত স্কুলের একটি সাহিত্য পাটাগার করার পরিকল্পনা রয়েছে।
০৪। একটি খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে।
০৫। একটি শহীদ মিনার করার পরিকল্পনা রয়েছে।
০৬। প্রতি বৎসর মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযেগিীতার জন্য একটি ফান্ড গঠন।
সিলেট মডেল স্কুল এন্ড কলেজ
মো: আলী আহমদ
০১৫৫২৪৩৯৮০৪
মেধাবী ছাত্র ছাত্রী বৃন্ধ
নাম | পাশের সাল | ফলাফল |
মো: জসিম উদ্দিন | ২০০৯ | এ+ |
মো: ইমরান আহমদ | ২০১০ | এ+ |
কবির মাহমুদ | ২০১০ | এ |
সুজন হাওলাদার | ২০১১ | এ+ |
রুমন মিয়া | ২০১২ | এ |
ইমরান মাহদি | ২০১৩ | এ+ |
কবির আহমদ | ২০১৩ | এ+ |
ইয়াছমিন বেগম | ২০১৩ | এ+ |
সুমি বেগম | ২০১৩ | এ |
ইমন আহমদ | ২০০৬ | এ+ |
আহমদ হোসেন | ২০০৪ | এ+ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস