আল-আজম মাধ্যমিক বিদ্যালয়,ডাকঃ আমতৈল , উপজেলাঃ বিশ্বনাথ, জেলাঃ সিলেট, এটি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল এলাকায় অবস্থিত। বিদ্যালয়টি ১৯৯৪ সালের পয়লা জানুয়ারী প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর আমতৈল এলাকাবাসী অনেক ত্যাগ তীতিক্ষার বিনিময়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। উক্ত বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত এবং বিজ্ঞান ও মানবিক শাখা চালু আছে।
আল-আজম মাধ্যমিক বিদ্যালয়,ডাকঃ আমতৈল , উপজেলাঃ বিশ্বনাথ, জেলাঃ সিলেট, এটি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল এলাকায় অবস্থিত। বিদ্যালয়টি ১৯৯৪ সালের পয়লা জানুয়ারী প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর আমতৈল এলাকাবাসী অনেক ত্যাগ তীতিক্ষার বিনিময়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
আমতৈল গ্রামের আদ্যক্ষর ‘আ’ , জমশেরপুরের ‘জ’ এবং মাখরগাও‘র ‘ম’ এই তিন আদ্যক্ষর সংযোগ করে সৃষ্ট হয় ‘আজম’ শব্দ। এই আজম শব্দের পূর্বে আরবি (Article) নিদিষ্টতাবাচক শব্দ ‘আল’ যুক্ত করে বিদ্যালয়টির নামকরণ করা হয় ‘আল- আজম মাধ্যমিক বিদ্যালয়’।
শ্রেণী | ছাত্র-ছাত্রীর সংখ্যা | মোট | |
ছাত্র | ছাত্রী | ||
৬ষ্ঠ | ৭৯ | ৫৮ | ১৩৭ |
৭ম | ৬০ | ৬৫ | ১২৫ |
৮ম | ৪৪ | ৩১ | ৭৫ |
৯ম | ৪৯ | ৩৬ | ৮৫ |
১০ম | ২৪ | ২৮ | ৫২ |
সর্বমোট | ২৫৬ | ২১৮ | ৪৭৪ |
পাসের সন |
পরীক্ষাথীং সংখ্যা |
পাসের সংখ্যা |
জিপিএ-৫/গোল্ডেন প্রাপ্ত সংখ্যা | পাসের হার | ||||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট |
| |
২০০৭ | ১৩ | ০৯ | ২২ | ০৯ | ০৩ | ১২ | ১ | - | ১ | ৫৪.৫৪% |
২০০৮ | ১২ | ১৩ | ২৫ | ০৬ | ০৫ | ১১ | - | - | - | ৪৪% |
২০০৯ | ১৫ | ১২ | ২৭ | ১২ | ০৯ | ২১ | ৩ | ১ | ৪ | ৭৭.৭৭% |
২০১০ | ১৮ | ০৯ | ২৭ | ১১ | ০৭ | ১৮ | - | - | - | ৬৬.৬৬% |
২০১১ | ১৯ | ২১ | ৪০ | ১৭ | ১৭ | ৩৪ | - | - | - | ৮৫% |
সিলেট থেকে সড়ক পথে বিশ্বনাথ হয়ে বৈরাগী বাজার, বৈরাগী বাজার থেকে পায়ে হেটে বা রিক্সা যোগে আল আজম মাধ্যমিক বিদ্যালয় অথবা সিলেট থেকে নামাকাজী হয়ে আল-আজম মাধ্যমিক বিদ্যালয়।
তানজিদ আহমদ, মুসা মিয়া, মঞ্জরুল ইসলাম সৌরভ, নিলুফা বেগম, সাজিদুর রহমান, তৈহিদ আহমদ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS