১। উপ-মহাপুলিশ পরিদর্শক, সিলেট রেঞ্জ, সিলেট।
২। পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট।
৩-৬। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট/সুনামগঞ্জ/হবিগঞ্জ/মৌলভীবাজার।
৭-৮। প্রতিনিধি, সেক্টর কমান্ডার, বিজিবি, সিলেট/শ্রীমঙ্গল।
৯। উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট।
১০। সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস বিভাগ, সিলেট।
১১। বিজ্ঞ বিশেষ পিপি, বিশেষ ট্রাইব্যুনাল নং-৫, সিলেট।
১২-১৪। বিজ্ঞ পিপি, চোরাচালান রোধ সম্পর্কিত আদালত, সুনামগঞ্জ/হবিগঞ্জ/মৌলভীবাজার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট।
(সাধারণ শাখা)
www.sylhetdiv.gov.bd
০৩ কার্তিক ১৪২২
স্মারক নম্বর: ০৫.৬০.০০০০.০০৫.০৬.০২৬.১৩.৯১৫(১৪) তারিখ:------------------------
১৮ অক্টোবর ২০১৫
নোটিশ
আঞ্চলিক চোরাচালান মামলা মনিটরিং সেল এর ১২৮তমসভা আগামী ২৮/১০/২০১৫খ্রিস্টাব্দতারিখ সকাল ১০.৪৫ঘটিকায়বিভাগীয় বহুতল ভবনের নীচতলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কমিশনার, সিলেট বিভাগ, সিলেট ও আহবায়ক, আঞ্চলিক চোরাচালান মামলা মনিটরিং সেল সভাপতিত্ব করবেন।
আঞ্চলিক চোরাচালান মামলা মনিটরিং সেল এর ১২৭তমসভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নঅগ্রগতি প্রতিবেদন আগামী ২২/১০/২০১৫খ্রিস্টাব্দ তারিখের মধ্যেএ অফিসেপ্রেরণ নিশ্চিতক্রমে উক্ত সভায় সংশিস্নষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করাহলো।
স্বাক্ষরিত/-
(মো: সফি উল্লাহ)
সহকারী কমিশনার (সাধারণ)
ফোন: ০৮২১-৮৪০০০৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস