বিদ্যালয়টি উপজেলা সদরে অতি প্রাচীন এ বিদ্যাপীঠ। ১৯৬০ ইংরেজীর মধ্যভাগ পযর্ন্ত এটাই বিশ্বনাথ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ছিল। বিদ্যালয়ের ভৌত অবকাঠামো আধুনিক এবং ছাত্র ছাত্রীদের জন্য সুপানীয় জল ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত। বিদ্যালয়টি তিন তলা বিশিষ্ট একটি ভবন আছে। ভবনের সর্বমোট ১৮ টি কক্ষ আছে। এছাড়াও ফ্যাসিলিটিজ কর্তৃক তিন কক্ষ বিশিষ্ট একতালা দুইটি ভবন রয়েছে এবং একটি হল রুম ও একটি ডাইনিং রুম আছে । বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পযর্ন্ত প্রত্যেক শ্রেনীতে দুইটি শাখা আছে। তাছাড়া মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখাসহ এস এস সি ভোকেশনাল চালু এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এস এস সি প্রোগ্রাম বিদ্যমান। বিদ্যালয়টি বাসিয়া নদীর দক্ষিন পাড়ে অবস্থিত। দক্ষিনে বিশ্বনাথ সিলেট সড়ক সংলগ্ন থানা থেকে শূণ্য কিলোমিটার দূরে অবস্থিত। বিদ্যালয়ে প্রায় তিন থেকে চারশ মূল্যাবান বৃক্ষ আছে । বিদ্যালয়টির তিন দিকে প্রাচীর ও উত্তর দিকে নদী অবস্থিত।
বিদ্যালয়টি ১৯০৯ সালে এম ই স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে রামসুন্দর নামে ইহা মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে এবং ১৯৩৪ সালে প্রথম বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ছাত্র অংশ গ্রহণ করে। ১৯৮৪ সালে বিদ্যালয়টি এম,পি,ও ভুক্ত হয়।
শ্রেণী | ছাত্র-ছাত্রীর সংখ্যা | মোট | |
ছাত্র | ছাত্রী | ||
৬ষ্ঠ-ক | ৮২ | ২০ | ১০২ |
৬ষ্ঠ-খ | ৮৬ | ১১ | ৯৭ |
৬ষ্ঠ | ১৬৮ | ৩১ | ১৯৯ |
৭ম-ক | ৮৩ | ১১ | ৯৪ |
৭ম-খ | ৯৬ | ১৬ | ১১২ |
৭ম | ১৭৯ | ২৭ | ২০৬ |
৮ম-ক | ৬৩ | ২২ | ৮৫ |
৮ম-খ | ৭৩ | ১৮ | ৯১ |
৮ম | ১৩৬ | ৪০ | ১৭৬ |
৯ম-ক | ২৫ | ১১ | ৩৬ |
৯ম-খ | ৬৮ | ১৫ | ৮৩ |
৯ম-গ | ২২ | ০১ | ২৩ |
৯ম | ১১৫ | ২৭ | ১৪২ |
১০ম-ক | ৪৬ | ২০ | ৬৬ |
১০ম-খ | ৩৮ | ০৬ | ৪৪ |
১০ম-গ | ২০ | ---- | ২০ |
১০ম | ১০৪ | ২৬ | ১৩০ |
| ৭০২ | ১৫১ | ৮৫৩ |
ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ (ভোকেশনাল)
শ্রেণী | ছাত্র-ছাত্রীর সংখ্যা | মোট | |
ছাত্র | ছাত্রী | ||
৯ম | ৩৯ | ০১ | ৪০ |
১০ম | ২৭ | ০১ | ২৮ |
| ৬৬ | ০২ | ৬৮ |
বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
০১ | মিঃ তজম্মুল আলী | সভাপতি |
|
০২ | মিঃ সিরাজ উদ্দিন | প্রতিষ্ঠাতা সদস্য |
|
০৩ | মিঃ ফয়জুর রহমান | দাতা সদস্য |
|
০৪ | মিঃ আব্দুল বারী | সদস্য সচিব |
|
০৫ | মিঃ আবুল কালাম কচির | সাধারন অভিভাবক সদস্য |
|
০৬ | মিঃ ছয়ফুল হক | সাধারন অভিভাবক সদস্য |
|
০৭ | মিঃ ফিরোজ খান (পংকি খান) | সাধারন অভিভাবক সদস্য |
|
০৮ | মিঃ সাহাব উদ্দিন | সাধারন অভিভাবক সদস্য |
|
০৯ | মিঃ মজম্মিল আলী | শিক্ষানুরাগী সদস্য |
|
১০ | মিসেস্ সাফিয়া রহমান | মহিলা অভিভাবক সদস্য |
|
১১ | মিঃ মোঃ মোহসিন | সাধারন শিক্ষক সদস্য |
|
১২ | মিঃ হাসানুজ্জামান চৌধুরী | সাধারন শিক্ষক সদস্য |
|
১৩ | মিসেস্ নন্দ রানী দাস | মহিলা শিক্ষক সদস্য |
|
বিগত ০৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফলঃ
পাসের সন | পরীক্ষার্থী সংখ্যা | পাসের সংখ্যা | জিপিএ-৫/গোল্ডেন প্রাপ্ত সংখ্যা | পাসের হার | ||||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ||
২০০৭ | ৫১ | ১৬ | ৬৭ | ৩১ | ১১ | ৪২ | ০২ | ০১ | ০৩ | ৬২.৬৯% |
২০০৮ | ৩৬ | ১৩ | ৪৯ | ২৫ | ০৮ | ৩৩ | ০১ | --- | ০১ | ৬৭.৩৪% |
২০০৯ | ৭৩ | ২০ | ৯৩ | ৬২ | ১৬ | ৭৮ | ০৮ | ০৩ | ১১ | ৮৩.৮৭% |
২০১০ | ৮২ | ১০ | ১০২ | ৬১ | ১৬ | ৭৭ | ০৮ | ০১ | ০৯ | ৭৫.৪৯% |
২০১১ | ১১৩ | ৩৫ | ১৪৮ | ১০০ | ৩০ | ১৩০ | ০৯ | ০৪ | ১৩ | ৮৭.৮৪% |
শিক্ষা বৃত্তি তথ্য সমূহঃ
সন | মেধা বৃত্তি | সাধারন বৃত্তি | মোট | ||
ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ||
২০০৭ | ০১ | --- | --- | --- | ০১ টি |
২০০৮ | ০২ | ০২ | --- | --- | ০৪ টি |
২০০৯ | --- | --- | ০৬ | --- | ০৬ টি |
২০১০ | ০৩ | ০১ | ০১ | ০১ | ০৬ টি |
২০১১ |
|
|
|
|
|
অর্জনঃ বিদ্যালয় থেকে প্রতি বছর পাবলিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফল লাভ করে। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখিতেছে। বিশেষ করে প্রবাসে তারা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। দেশেও রাজনৈতিক অঙ্গনে তাদের রয়েছে সরব বিচরন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা নেতৃত্বদান করে আসছেন। বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগে এই স্কুলের ছাত্র ছাত্রীরা কর্মরত আছে।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ
বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক করার পরিকল্পনা আছে। তাছাড়া বি এম কলেজ চালু ছিল কিন্তু প্রাক্তন প্রধান শিক্ষকের অবহেলায় কলেজটি বন্ধ হয়ে যায়। আবার এটাকে পূর্ণরূপে চালু করার পরিকল্পনা আছে।
যোগাযোগঃ
বিদ্যালয়টির যোগাযোগ ব্যবস্থা অতি উন্নত। বিশ্বনাথ-সিলেট সড়কের অতি সন্নিকটে অবস্থিত। সিলেট - ঢাকা মহাসড়কের ১৫ কিলোমিটার দূরে রশিদপুর - জগন্নাথপুর সড়কের ২.৫ কিলোমিটার দূরে সড়কের উত্তর পার্শ্ব ঘেuঁষ বিদ্যালয়টি অবস্থিত।
মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দঃ
বিদ্যালয়ের অতীতে অনেক মেধাবী ছাত্র ছাত্রী যাঁরা দেশে ও বিদেশে কৃতিত্ত্বের স্বাক্ষ্য রাখিয়াছেন ও রাখিতেছেন। বিদ্যালয় হতে সংসদ সদস্য হয়েছেন দুইজন ১। জনাব নুরূল ইসলাম খান ২। জনাব এম ইলিয়াস আলী এবং সচিব পর্যায়ে জনাব মঈন উদ্দিন আর ভারত বর্ষে যাঁরা আছেন তাঁদের কথা এমূহুর্তে মনে পড়ছে না। ইঞ্জিনিয়ার জনাব আবুল খয়ের, ডাক্তার শানুর আলী মামুন, ডাক্তার নুরুল আফসার বদরুল, ডাক্তার আব্দুল মতিন, ডাক্তার এম মাহবুব আলী জহির, ডাক্তার সামসুল ইসলাম ও ডাক্তার নিজাম উদ্দিন সুমন এছাড়া নাম না জানা আরও অনেকেই যাঁদের নাম এমুহুর্তেব মনে পড়ছে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস