১০ নং মুড়িয়া ইউনিয়নের সারপার মৌজায় বিদ্যালয়টি অবস্থিত। মোট জমি ১৬৭ শতক। বিদ্যালয়ের সামনে একটি মাঠ আছে। মাঠে পশ্চিম প্রামেত্ম ০৮ কক্ষ বিশিষ্ট দ্বিতলা ভবন এবং উত্তর দিকে আধা পাকা টিন সেট ঘর অবস্থিত। শ্রেণী কক্ষের সংখ্যা ০৮ টি, বিজ্ঞানাগার ০১টি, লাইব্রেরি ০১টি, ছাত্রী মিলনায়তন ০১টি, শিক্ষক মিলনায়নতন ০১টি এবং অফিস কক্ষ০১টি আছে। ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক ০২টি করে শৌচাগার এবং ০১টি করে নলকূপ আছে। শিক্ষকদের জন্য ০১টি শৌচাগার আছে। বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক ও কৃষি শাখা চালু আছে।
বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্নে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন জনাব মোঃ আব্দুল মতিন বি.কম, বি.এড এবং সহকারী প্রধান শিক্ষক ছিলেন মরহুম মোঃ আব্দুল হাছিব বি.কম। বিদ্যালয়টি নিমণ মাধ্যমিক হিসাবে ০১/০১/১৯৭৩ খ্রিঃ এ স্বীকৃতি পায় এবং মাধ্যমিক হিসাবে ০১/০১/১৯৮১ খ্রিঃ এ স্বীকৃতি পায়। জনাব আব্দুল মতিন দীর্ঘ ২৯ বছর সফল ভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে ১৭/০৪/২০০০ খ্রিঃ অবসর গ্রহন করেন। ১৮/০৪/২০০০ খ্রিঃ হইতে জনাব আতাউর রহমান বি.কম, বি.এড প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেন এবং দীর্ঘ ১০ বছর সফল ভাবে নিজ দায়িত্ব পারন করে ০৭/১০/২০১০ খ্রিঃ অবসর গ্রহন করেন। সহকারী প্রধান শিক্ষক জনাব খালেদ আহমদ বি.এসসি, বি.এড ০৮/১০/২০১০ খ্রিঃ হইতে ৩০/১১/২০১০ খ্রিঃ পর্যমত্ম ভারপ্রাপ্ত প্রধান শিÿক হিসাবে দায়িত্ব পালন করেন। ০১/১২/২০১০ খ্রিঃ প্রধান শিক্ষক পদে যোগদান করিয়া অদ্যবধি দায়িত্ব পালন করিয়া আসিতেছেন। বিগত ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন জনাব মোঃ সহিদুর রহমান বি.এসসি।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ৬৪ | ৮০ | ১৪৪ |
৭ম | ৩১ | ৬৭ | ৯৮ |
৮ম | ৬১ | ৫৮ | ১১৯ |
৯ম | ২৯ | ৪৭ | ৭৬ |
১০ম | ৪৩ | ৪৯ | ৯২ |
সর্বমোট | ২২৪ | ২৮১ | ৫২৯ |
নাম | পদবী |
ক) মোঃ আতাউর রহমান (বি.কম, বি.এড) প্রাক্তন প্রধান শিÿক, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় | সভাপতি |
জান্নাতুল ফেরদৌস | সাধারণ শিক্ষক প্রতিনিধি |
মোঃ আবুল কালাম | সাধারণ শিক্ষক প্রতিনিধি |
ফাহমিদা সুলতানা | মহিলা শিক্ষক প্রতিনিধি |
মোঃ আব্দুল রহমান | সাধারন অভিভাবক সদস্য |
খছরম্নজ্জামান | সাধারন অভিভাবক সদস্য |
হাজী মোঃ আব্দুস ছালাম | সাধারন অভিভাবক সদস্য |
মোঃ ময়নুল ইসলাম | সাধারন অভিভাবক সদস্য |
আলহাজ্ব মোঃ মক্তদির হোসেন | দাতা সদস্য |
খালেদ আহমদ প্রধান শিক্ষক | সদস্য সচিব |
সন | পরীক্ষার নাম | মোট পরিক্ষার্থী | মোট পাস | পাসের হার (%) |
২০১১ | এস.এস.সি | ৫৪ | ৫২ | ৯৬.৩০ |
জে.এস.সি | ১০৮ | ১০৩ | ৯৫.৩৭ | |
২০১০ | এস.এস.সি | ৫৩ | ৫০ | ৯৪.৩৪ |
জে.এস.সি | ৮৮ | ৩৯ | ৪৪.৩২ | |
২০০৯ | এস.এস.সি | ৬৩ | ৫৩ | ৮৪.১২ |
২০০৮ | এস.এস.সি | ৬২ | ২৯ | ৪৬.৭৭ |
২০০৭ | এস.এস.সি | ৫৯ | ২৮ | ৪৭.৪৬ |
২০১১ সনে সেকেন্ডারী এডুকেশন স্ট্যাইপেন্ড প্রজেক্টের আওতায় ২০ জন ছাত্র এবং ৮২ জন ছাত্রী উপ বৃত্তি পেয়েছে।
শিক্ষার্থী ঝরে পড়া শূন্য ভাগে এবং ফলাফল ১০০ ভাগে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিয়ানীবাজার থেকে সারপার বাজার পর্যমত্ম ১২ কিঃ মিঃ পাকা রাসত্মা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস