বিদ্যালয়টি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়ন,ডাক-পল্লীশ্রী,মুলিকান্দি গ্রামে ০১-০১-১৯৮৬ ইংরেজীতে স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়টি জে.এস.সি এবং এস.এস.সি পরীক্ষায় সন্তুষ্টজনক ফলাফল অর্জন করেছে। শিক্ষক মন্ডলী নিষ্টার সাথে পাঠদান করিতেছেন,ভবিষ্যতে আরও ভাল ফলাফলের কামনা করছি।
১০-১১-১৯৮৫ ইং তারিখে পল্লীশ্রী সমাজ কল্যান সংস্থার আহবানে মুলিকান্দি সরকারী প্রথমিক বিদ্যালয়ে,মুলিকান্দি নিবাসী বাবু হরলাল রায় এর সভাপতিত্বে অত্র এলাকার মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্টার লক্ষে এক সভা অনুষ্টিত হয়। এই বিদ্যালয়টি প্রতিষ্টার সার্বিক ব্যবস্থাপনায় পল্লীশ্রী সমাজ কল্যান সংস্থার সদস্যবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার সর্বস্থরের জনগনের সমর্থনে সর্বশ্রী হরলাল রায়,ভূপেন্দ্র রায়,মিহির চন্দ্র রায় কর্তৃক চুরাশি(৮৪)শতক ভূমি দানে-০১-০১-১৯৮৬ ইং সনে পল্লীশ্রী সমাজ কল্যান সংস্থার নামানুসারে পল্লীশ্রী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্টিত হয়। সভায় প্রতিষ্টাতা হিসাবে পল্লীশ্রী সমাজ কল্যান সংস্থা এবং দাতা সদস্য হিসাবে সকল সদস্যকে গন্য করা হয়। প্রতিষ্টাকালীন বাস্তাবায়ন কমিটি(০১-০১-১৯৮৬-২৯০৩-১৯৮৯) হিরন মোহন বিশ্বাস সভাপতি,মোতাহির আলী লস্কর সহ-সভাপতি,রাশবিহারী সেক্রেটারী,সদস্য সুষেন্দ্র রায়,সিতাংশু বিশ্বাস,নিত্যানন্দ বিশ্বাস,নীলমনি রায়,নবেন্দু কুমার রায়,প্রিয়াকুমার বিশ্বাস,যতীন্দ্র বিশ্বাস প্রমুখ। প্রতিষ্টকালীন শিক্ষক এবং কর্মচারীবৃন্দ,রাশবিহারী বিশ্বাস প্রধান শিক্ষক,বাবুলাল বিশ্বাস সহ-শিক্ষক,নিরঞ্জন বিশ্বাস সহ-শিক্ষক,সঞ্জয় বিশ্বাস সহ-শিক্ষক,জিতেন্দ্র চক্রবর্ত্তী সহ-শিক্ষক,দয়াময় বিশ্বাস ৪র্থ শ্রেনীর কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করেন।
মহা-পরিচালক পত্র স্বারকনং ১৯৩৩/ম ১৩/০৩/১৯৯০ইং সাধারন-০১-০১-১৯৯০ইং ৬ষ্ট থেকে ৮ম শ্রেনী পর্যন্ত পল্লীশ্রী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ০১-০১-১৯৯৪ইং সনে ৯ম-০১-০১-১৯৯৫ ইং সনে দশম এবং ০১-০১-১৯৯৬ইং হইতে উচ্চ মাধ্যমিক হিসাবে এস.এস.সি পরীক্ষায় অনুমতি প্রদান করেন।
২০-০৯-১৯৯৩ইং সনে সর্বস্তরের জনগনের ইচ্ছায় একটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে উন্নীত করার মানসে শিক্ষাদরদী হাফিজ আহমদ মজুমদার সাহেবের পিতার নামসহ পল্লীশ্রী সংযুক্ত করত: ০৭-০২-১৯৯৬ইং সনে ইমদাদ মজুমদার বিদ্যানিকেতন পল্লীশ্রী নামকরন করা হয়।
সুদক্ষ প্রধান শিক্ষক ও সুযোগ্য পরিচালনা কমিটির সর্বাত্বক সহযোগীতায় ফলাফল করতে সক্ষম হচ্ছে।
ক্রমিক নং | শ্রেনী | শাখা | ছাত্র | ছাত্রী | মোট |
০১ | ৬ষ্ট | ক | ৯৪ | ০০ | ৯৪ |
০২ | ৬ষ্ট | খ | ০০ | ১০৭ | ১০৭ |
০৩ | ৭ম | ক | ৮৮ | ০০ | ৮৮ |
০৪ | ৭ম | খ | ০০ | ১০২ | ১০২ |
০৫ | ৮ম | ক | ৯২ | ০০ | ৯২ |
০৬ | ৮ম | খ | ০০ | ৭৮ | ৭৮ |
০৭ | ৯ম | ক | ৪০ | ০০ | ৪০ |
০৮ | ৯ম | খ | ০০ | ৫৫ | ৫৫ |
০৯ | দশম | ৩১ | ৩০ | ৬১ | |
১০ | মোট- | ৩৪৫ | ৩৭২ | ৭১৭ |
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তালিকা।
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব মো: লোকমান আহমদ চৌধুরী | সভাপতি |
০২ | জনাব খয়রুল আলম চৌধুরী | সদস্য |
০৩ | শ্রী রায়মোহন বিশ্বাস | সদস্য |
০৪ | চিত্ত রঞ্জন রায় | অভিভাবক সদস্য |
০৫ | সজল বিশ্বাস | ঐ |
০৬ | হরিলাল বিশ্বাস | ঐ |
০৭ | জনাব আলী হোসেন | ঐ |
০৮ | মহির চন্দ্র রায় | প্রতিষ্টাতা সদস্য |
০৯ | মহিমা রঞ্জন বিশ্বাস | দাতা সদস্য |
১০ | অনুকুল চন্দ্র দাস | সদস্য সচিব |
সন | জে.এস.সি | পাশের হার | এস.এস.সি | পাশের হার |
২০০৯ | ঐ | ৪৯.২৫% | ঐ | ৬৪.৫২% |
২০১০ | ঐ | ঐ | ঐ | ৬০.৬০% |
২০১১ | ঐ | ৭৫% | ঐ | ৪৮.২১% |
২০১২ | ঐ | ৬৮.৩২% | ঐ | ৮৬.৫৩% |
২০১৩ | ঐ | ৭৫.৮০% | ঐ | ৯৩.৮৫% |
শ্রেনী | শাখা | রোলনং | নাম |
৬ষ্ট | ক | ০১ | সুনামনি বিশ্বাস |
ঐ | ক | ০২ | প্রিয়াসেল বিশ্বাস |
৬ষ্ট | খ | ০১ | তাহমিনা বেগম |
৬ষ্ট | খ | ০২ | মিনাস্কী বিশ্বাস |
৭ম | ক | ০১ | আলী হোসেন |
৭ম | ক | ০২ | শুব্র রায় |
৭ম | খ | ০১ | শ্রাবনী বিশ্বাস |
৭ম | খ | ০২ | অপর্ণা রানী বিশ্বাস |
৮ম | ক | ০১ | বিক্রমাদিত্য রায় |
৮ম | ক | ০২ | অমিত দাস |
৮ম | খ | ০১ | মায়ামতি বিশ্বাস |
৮ম | খ | ০২ | ফাতেমা বেগম |
৯ম | ক | ০১ | প্রনজিত বিশ্বাস |
৯ম | ক | ০২ | শিহাব উদ্দিন |
৯ম | খ | ০১ | সুভদ্রা রানী বিশ্বাস |
৯ম | খ | ০২ | কৃষ্না রানী বিশ্বাস |
১০ম | ক | ০১ | গোবিন্দ রায় |
১০ম | ক | ০২ | বিপাশ রায় |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস