১৯৮৯ ইং সালের জানুয়ারী মাসে এলাকার যুব সমাজের মধ্যে থেকে জনাব, সিরাজ উদ্দিন সাহেবের উদ্যেগে এলাকার মাধ্যমিক বিদ্যালয়ে গমনোপযোগী সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে এলাকার সাধারণ জনগনের প্রচেষ্টায় এবং সার্বিক সহযোগীতায় তুলনামূলক দূর্গম এলাকায় বিদ্যালয়ের অবস্থানের কারণে প্রতিষ্ঠারগ্নের পর থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও বর্তমানে এ হারে সন্তোষজনক। গ্রমীন এলাকায় বিদ্যালয়টির অবস্থান হওয়ায় অন্যান্য বিদ্যালয়ের তুলনায় সৌন্দর্যের দিক বিবেচনায় সকল কাজে আশানুরুপ অংশগ্রহন এবং সমর্থনের ফলে বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান অবস্থায় আছে। উপস্থিত সকলের একমত পোষন করেন এবং সবাই এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানান। তাড়তাড়ী বিদ্যালয় প্রতিষ্ঠিত করে দেওয়ার অনুরোধ জানান। এই সিদ্বান্তে ও অনুরোধের উপর ভিত্তি করে জনাব আখলাকুল আম্বিয়া চৌধুরী বিদ্যালয়ের জায়গা দান করেন এবং বিদ্যালয়টি প্রতিষ্ঠত করেন। এরপর থেকে ছাত্র/ছাত্রী ভর্তি ও লেখা পড়া শুরু হয়।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ শ্রেণী | ১২০ জন | ১০১ | ২২০ জন |
৭ম শ্রেণী | ৯০ জন | ৭৪ জন | ১৯০ জন |
৮ম শ্রেণী | ৮১ জন | ৪৮ জন | ১৩০ জন |
৯ম শ্রেণী | ৯২ জন | ৫২ জন | ১৪৪ জন |
১০ শ্রেণী | ৭৬ জন | ৪২ জন | ১২০ জন |
নির্বাচিত মোট ১১ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি রয়েছে
বিগত ৫ বৎসরের পাশের হার
২০১০ ৮৫.৭১%
২০১১ ৯০.৭১%
২০১২ ৮৮.১৭%
২০১৪ ৮৬.২৪%
২০১৫ ৮৯.১৫%
মাধ্যমিক বিদ্যালয় থেকে কলেজ এ উন্নিত করা।
প্রধান শিক্ষিকা
আফরোজ বেগম
মোবাইল নং-০১৭১২-২৪৭৯৭৭
জৈন্তাপুর,বালিকা উচ্চ বিদ্যালয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস