অত্র প্রতিষ্টানটি ১৯৯৩ খ্রি. সনে অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী হাফিজ আহমদ মজুমদার শিক্ষা ট্রাষ্টের প্রতিষ্টাতা চেয়ারম্যান পূবালী ব্যাক লি.এর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সিলেট-৫ আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার সাহেবের একক অর্তায়নে প্রতিষ্টিত হয়। বিদ্যালয়ের ১৯৯৫ সনে নিম্ন মাধ্যমিক ও ১৯৯৯ খ্রি.সনে মাধ্যমিক স্তরে এমপিও ভুক্ত হয়ে। বিদ্যালয়টি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৫নং জকিগঞ্জ ইউ/পি এ অবস্থিত। এই বিদ্যালয়ে ০৯ জন শিক্ষক , ০২ শিক্ষিকা , ০১জন অফিস সহকারী,১ জন দপ্তরী, ০১ জন নৈশ প্রহরী,ও ১ জন খন্ডকালীন শিক্ষিকা কর্মরত আছেন। বিদ্যালয়ে একটি আধা:পাক ঘর ও একটি পাকা ঘর এবং খেলার মাঠ সহ মোট জমির পরিমাণ ২০১ শতক।
ঝরেপড়া শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে এবং পিছিয়ে পড়া অত্র এলকার ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ দানে অত্র প্রতিষ্টানের প্রতিষ্টাতা জনাব, আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার অত্র জকিগঞ্জ উপজেলার ০৫ টি মাধ্যমিক স্কুল ও ০১ টি ডিগ্রি মহিলা কলেজ স্থাপন করেন। অত্র প্রতিষ্টানটি তারই চাচা সাজ্জাদুর রহমান মজুমদার নাম অনুসারে বিদ্যালয়টির নাম করণ করা হয়।
৬ষ্ঠ শ্রেণী: ১৭৬ জন
৭ম শ্রেণী: ১৮৪ জন।
৮ম শ্রেণী: ১৩৩ জন
৯ম শ্রেণী:৮৩ জন
১০ম শ্রেণী:৫১ জন
বর্তমানে প্রতিষ্টানটিতে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি রয়েছে যা বোর্ড কতৃর্ক অনুমোদিত। উক্ত কমিটির মেয়াদ ২বছর । কমিটির সভাপতি হলেন আলহাজ্ব মো:আব্দুল মালিক তাপাদার,গ্রাম:সেনাপতিরচক,ডাক:থানাবাজার,উপজেলা:জকিগঞ্জ,জেলা:সিলেট। সদস্য সচিব পদাধিকার বলে প্রধান শিক্ষক। এ ছাড়া রয়েছেন শিক্ষক প্রতিনিধি ০৩জন, অভিভাবক সদস্য ০৪জন, প্রতিষ্টাতা ০১জন, এবং শিক্ষানুরাগী সদ্য ০১ জন। কমিটিতে বর্তমানে মোট সদস্য সংখ্যা: ১১ জন।
বিগত পাঁচ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল:
এস.এস.সি সন মোট পরীক্ষাথী মোট কৃতকার্য পাশের হার
২০০৯ ৩২জন ২৪ জন ৭৫%
২০১০ ৩৩জন ২০জন ৬০.৬০%
২০১১ ৪৯জন ২৬জন ৫৩.০৬%
২০১২ ৬৭জন ৫২জন ৮৮.০৫%
২০১৩ ৫২জন ৩৮জম ৭৩.০৭%
জে.এস.সি
২০১০ ৭৪জন ২০জন ২৭%
২০১১ ১১৪জন ৬৮জন ৫৯%
২০১২ ৯৩জন ৬১জন ৬৫%
২০১৩ ১১৫জনম ৮১জন ৭০%
অত্র প্রতিষ্টানটি হওয়ার ফলে প্রাথমিক সমাপনী পরীক্ষা পাশের পর ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বহুলাংক কমে এসেছে এবং অত্র অঞ্চলের আর্থ সামাজিক অবস্থা অত্যন্ত কম হওয়া সত্ত্বেও শিক্ষার্থীর সংখ্যা বহুলাংশ বৃদ্ধি পাচ্ছে। সর্বোপরি এলাকার সর্বস্তরের মানুষ অত্যন্ত মনোরম পরিবেশে উত্তম শিক্ষা সেবা পাচ্ছে।
পতিষ্টানটি চারখাই জকিগঞ্জ সিএন্ডবি সড়কের দক্ষিণ পাশ্র্বে জকিগঞ্জ হতে ০৩ কি.মি পূর্বে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস