বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়। খলাছড়া ইউনিয়নের মধ্যেবর্তী স্থাএন বনগ্রামে অবস্থিত। বিদ্যালয়টিতে মোট তিনটি শ্রেণী কক্ষ আছে। শিক্ষকদের জন্য একটি বাথরুম আছে বিদ্যালয়টি পাকা একং টিনসেট ভবন।
শিক্ষা প্রতিষ্ঠানটি F.I.V.D.B. এর সংস্থা দ্বারা প্রাথমিক ভাবে প্রতিষ্ঠাত হয়। বর্তমানে এটি সংস্থা ছাড়া অতি কষ্ঠের মাধ্যমে বিনা বেতনে শিক্ষকতা ছালিয়ে যাচ্ছেন।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র সংখ্যা |
1. | শিশু শ্রেণী | ১০ জন |
2. | প্রথম শ্রেণী | ১৪ জন |
3. | দ্বিতীয় শ্রেণী | ২১ জন |
4. | তৃতীয় শ্রেণী | ২০ জন |
5. | চতুর্থ শ্রেণী | ২০ জন |
শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা অর্থনৈতিক ভাবে খুবই দুর্বল। শিক্ষকরা অধাহাতে ও অনাহারে শিক্ষকতা চালিয়ে যাচ্ছে।
আমাদের প্রতিষ্ঠানেটিতে আমরা ভালো ভাবে লেখা পড়ার কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের পরিকল্পনা আমরা এক সময় ৮ম শ্রেণী পর্যন্ত উন্নতি করতে পারব।
শিক্ষা প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। বনগ্রাম গ্রামের মধ্যেবতী স্থানে বিদ্যালয়টি স্থাপিত হওয়ায় রাস্তা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস