প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত র্বননা:অত্র বিদ্যালয়টি সিলেট জেলার, বিশ্বনাথ উপজেলার ৬নং বিশ্বনাথ ইউনিয়নের, বিশ্বনাথ উপজেলা সদর হইতে ০৫ কিলোমিটার দক্ষিণে এবং ঢাকা-সিলেট মহাসড়কের কুরুয়া বাজার বাসস্ট্যান্ড হইতে ০৩ কিলোমিটার পশ্চিমে নতুন বাজারস্থ আমির্দিং নদীর উত্তর তীরে অবস্থিত। বিদ্যালয়টি বিশ্বনাথ ও ওসমানী নগরের বিভিন্ন এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি ০১ একর ৬৬ শতক ভুমি নিয়ে অবস্থিত। এখানে শিক্ষা দানের অনুকূল পরিবেশে দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে প্রতিনিয়ত আনন্দঘন পরিবেশে শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি উত্তরোত্তর উন্নতি লাভ করছে।
প্রতিষ্ঠানের ইতিহাস: বিদ্যালয়টি বিশ্বনাথ উপজেলার দক্ষিণে এবং বালাগঞ্জ উপজেলার উত্তর প্রান্তে, বিশ্বনাথ উপজেলায় অবস্থিত। উভয় উপজেলার কয়েক জন শিক্ষনুরাগী ব্যক্তি ১৯৬৮ সালে অত্র এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই বালাগঞ্জ উপজেলার ( বর্তমান ওসমানী নগর থানা) ৯নং দয়ামীর ইউনিয়নের দৌলতপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী দানবীর আলহাজ্ব জমির আহমদ সাহেবের সাথে উক্ত বিষয়টি নিয়ে আলোচনা করেন। তিনি তাঁহাদের কে বিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরবর্তী সময়ে অত্র এলাকার সর্বস্তরের জনগনের উপস্থিতিতে আলহাজ্ব জমির আহমদ সাহেব বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় ভূমি সহ সকল আর্থিক ব্যয় ভার বহনে সম্মত হন এবং ১৯৬৯ সালে বিদ্যালয়টি “জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয়”নামে প্রতিষ্ঠা লাভ করে অদ্যাবধি শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখছে।
ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণিবিত্তিক)
শ্রেণি | মোট শিক্ষার্থী সংখ্যা | ছাত্র সংখ্যা | ছাত্রী সংখ্যা |
ষষ্ঠ শ্রেণি | ১৪৮ জন | ৬৭ জন | ৮১ জন |
সপ্তম শ্রেণি | ১২৬ জন | ৫৮ জন | ৬৭ জন |
অষ্টম শ্রেণি | ১২১ জন | ৪৪ জন | ৭৭ জন |
নবম শ্রেণি | ১১৩ জন | ৪৫ জন | ৬৮ জন |
দশম শ্রেণি | ৭৭ জন | ৩২ জন | ৪৫ জন |
বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ
ক্রমিক | নাম | পদবী | মমত্মব্য |
০১ | জনাব বাবুল আখতার | সভাপতি |
|
০২ | জনাব শাহী মোঃ গোলাম মোসত্মফা | সাধারণ শিক্ষক সদস্য |
|
০৩ | জনাব কৃষ্ণ ধন বৈষ্ণব | সাধারণ শিক্ষক সদস্য |
|
০৪ | জনাব রোকসানা ইয়াসমিন | সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য |
|
০৫ | জনাব আব্দুল আজিজ | সাধারণ অভিভাবক সদস্য |
|
০৬ | জনাব মোজাহিদ আলী | সাধারণ অভিভাবক সদস্য |
|
০৭ | জনাব মোঃ মতছির আলী | সাধারণ অভিভাবক সদস্য |
|
০৮ | জনাব লুৎফুর রহমান | সাধারণ অভিভাবক সদস্য |
|
০৯ | জনাব আলহাজ্ব জমির আহমদ | প্রতিষ্ঠাতা সদস্য |
|
১০ | জনাব মোঃ মশিউর রহমান কবির | দাতা সদস্য |
|
১১ | জনাব হীরা মিয়া | বিদ্যুৎশাহী সদস্য |
|
১২ | জনাব মোঃ নাজির হোসেন | সদস্য সচিব | পদাধিকার বলে |
বিগত পাঁচ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল এস.এস.সি
ক্রমিক | সন | পরীক্ষার্থী | কৃতকার্য | পাশের হার |
১ | ২০১২ | ৩৮ | ৩৭ | ৯৭.৩৬% |
২ | ২০১৩ | ৪৩ | ৪৩ | ১০০% |
৩ | ২০১৪ | ৬৯ | ৬৬ | ৯৫.৬৫% |
৪ | ২০১৫ | ৫৫ | ৪৮ | ৮৭.২৭% |
৫ | ২০১৬ | ৭৮ | ৭৬ | ৯৭.৪৪% |
বিগত পাঁচ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল জে.এস.সি | ||||
ক্রমিক | সন | পরীক্ষার্থী | কৃতকার্য | পাশের হার |
১ | ২০১১ | ৭৯ | ৬০ | ৭৫.৯৪% |
২ | ২০১২ | ৮০ | ৮০ | ১০০% |
৩ | ২০১৩ | ৮৭ | ৮৭ | ১০০% |
৪ | ২০১৪ | ৯১ | ৮১ | ৮৯.০১% |
৫ | ২০১৫ | ১১৭ | ১১৩ | ৯৬.৫৮% |
২০১২ও ২০১৩ সালে জে.এস.সি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জিত হয়েছে।
শতভাগ ফলাফল অর্জন সহ বিশ্বনাথ উপজেলা তথা সিলেট জেলায় একটি আদর্শ ও ডিজিটাল মান সম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রুপান্তর করা। এছড়া বিদ্যালয়টি কলেজিয়েট স্কুলে রুপান্তর এবং বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণ করা।
যোগাযোগ:সিলেট সদর হইতে ১৫ কি:মি দক্ষিণে, কুরুয়া বাজার বাসস্ট্যান্ড নেমে ০৩ কি:মি পশ্চিমে জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয়, ডাকঘর: নতুন বাজার-৩১২৯, উপজেলা: বিশ্বনাথ, জেলা: সিলেট
মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ:
ক্রমিক | শিক্ষার্থীর নাম | ক্রমিক | শিক্ষার্থীর নাম |
১ | সুমী আক্তার | ১৪ | স্বাগতা চৌধুরী |
২ | সাম্মা বেগম | ১৫ | আলেখা বেগম |
৩ | রাফাত বিন মস্তফা | ১৬ | শামিমা বেগম |
৪ | প্রেরণা বৈষ্ণব ইতু | ১৭ | স্বতাব্দী রানী নাথ |
৫ | সাদিয়া হালিম | ১৮ | অঞ্চনা রানী দেব |
৬ | তাছলিমা বেগম ইমা | ১৯ | আলীনূর |
৭ | শেখ মাইশা মোহাম্মাদ | ২০ | জুবায়ের আহমদ |
৮ | হাফিজা বেগম | ২১ | আঃখাইয়ুম |
৯ | তানিয়া বেগম | ২২ | সাজেদা বেগম সূজী |
১০ | ইমা বেগম | ২৩ | নাদিয়া আক্তার সীফা |
১১ | সুইটি রানী চন্দ | ২৪ | রম্নবেল আহমদ |
১২ | রশিদ আহমদ | ২৫ | পাপ্পু সূত্রধর |
১৩ | রাকিব আলী | ২৬ | উজ্জল দেবনাথ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস