অত্র আইডিয়াল হাইস্কুলটি হবিগঞ্জ জেলা সদরের প্রবেশদ্বারে ৫নং গোপায়া ইউনয়নে ভাদৈ গ্রামে, হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ মহাসড়কের পূর্বপার্শ্বে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত।১৯৮৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সালে জুনিয়র স্কুল এবং ১৯৯৬ সালে হাই স্কুল হিসাবে যাত্রা করে। প্রতিবছর জেএসসি ও এসএসসি পরীক্ষায় তুলনামূলকভাবে ভাল ফলাফল করে আসছে । এছাড়া প্রতিবছর বিভিন্ন প্রতিযোগিতা খেলাধুলা ও স্কাউটে উপজেলা, জেলা ও অঞ্চলে স্ফল্য অর্জন করে থাকে। বিদ্যালয়টি অত্র অঞ্চলে একমাত্র গ্রহনযোগ্য প্রতিষ্ঠান। বিদ্যালয়টি অত্র অঞ্চল তথা হবিগঞ্জ জেলার শিক্ষার হার বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করছে।
ছাত্র = ৫৫৬, ছাত্রী = ৭৯৯। মোট = ১৩৫৫ জন
প্রচেষ্টা চলছে।
জেলার মধ্রে একটি মডেল স্কুল হিসাবে প্রতিষ্ঠিত করা। বর্তমান শিক্ষানীত আলোকে বিদ্যালয়টিকে কলেজে রুপান্তর ও ভবিষ্যত প্রজন্মকে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে গড়ে তোলা।ছাত্র/ছাত্রীদের মুশিক্ষিত করে সত্যিকার দেশ প্রেমিক হিসাবে গড়ে তোলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস