১০নং মুড়িয়া ইউনিয়নের ছোটদেশমৌজায় বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের সম্মুখ দিয়া সারপার গ্রোথ সেন্টার রাস্তা অতিক্রম করিয়াছে। মুড়িয়া ইউনিয়ন পরিষদ অফিসের উত্তর দিকে বিদ্যালয়টি সমতল ভূমিতে অবস্থিত। বিদ্যালয়টিতে মোট ১৪টি শ্রেণীকক্ষ আছে। এছাড়াও ০১টি প্রধান শিক্ষকের কক্ষ, ০১টি অফিস কক্ষ, ০১টি শিক্ষক মিলনায়তন, ০১টি ছাত্রী কমন রুম ও ০৬টি শৌচাগার আছে। বিদ্যালয়টিতে ৯ম ও ১০ম শ্রেণীতে বিজ্ঞান ও মানবিক বিভাগ চালু আছে এবংকৃষি শিক্ষাও চালু আছে।
বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক হিসাবে স্বীকৃতি পায় ০১/০১/১৯৯০ইং এবং মাধ্যমিক স্তরে স্বীকৃতি পায় ০১/০১/১৯৯২ইং। নিম্ন মাধ্যমিক হিসাবে এমপিও ভূক্তি হয় ০১/০৭/১৯৯২ইং এবং মাধ্যমিক হিসাবে এমপিও ভূক্তি হয় ০১/০১/১৯৯৬ইং। বিদ্যালয়টিতে সহ শিক্ষা একত্রে চালু আছে। বিদ্যালয়ের মোট ভূমির পরিমাণ ১.৯৯ শতক। খেলার সু-পরিসর মাঠ আছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন জনাব মোঃ আব্দুল মন্নান (ভারপ্রাপ্ত), বি.এ, বি.এড এবং বর্তমানে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন জনাব মোঃ আব্দুল মালিক, বি.কম, বি.এড। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে ০৬ জন মহৎ ব্যক্তি ভূমি প্রদান করেন। অর্থাৎ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোট ০৬ ছয় জন এবং আজীবন দাতা সদস্য মোট ৪০জন।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ৫৮ | ৫৮ | ১১৬ |
৭ম | ৪৮ | ৫৭ | ১০৫ |
৮ম | ৫৪ | ৫৯ | ১১৩ |
৯ম | ৫৫ | ৭০ | ১২৫ |
১০ম | ৪৪ | ৮০ | ১২৪ |
সর্বমোট | ২৫৯ | ৩২৪ | ৫৮৩ |
১) মোঃ সুলতান কবির সভাপতি
২) মোঃ আব্দুল মালিক সদস্য সচিব
৩) ললিত মোহন বিশ্বাস সাধারণ শিক্ষক প্রতিনিধি
৪) শাববীর আহমদ সাধারণশিক্ষক প্রতিনিধি
৫) শামীমা আরা বেগম মহিলাশিক্ষক প্রতিনিধি
৬) মোঃ সিরাজ উদ্দিন সাধারণ অভিভাবক সদস্য
৭) মোঃ জয়নাল আবেদীন সাধারণ অভিভাবক সদস্য
৮)মোঃ মুজিবুর রহমান সাধারণ অভিভাবক সদস্য
৯) মোঃ মাহবুব আলম সাধারণ অভিভাবক সদস্য
১০) হাজী মোঃ শফিকুল হক প্রতিষ্ঠাতা সদস্য
১১) মোঃ হাফিজুর রহমান দাতা সদস্য
সন | পরীক্ষার নাম | মোট পরীক্ষার্থী | মোট পাস | পাসের হার |
২০০৭ | এস.এস.সি | ৭০ | ২৬ | ৩৭% |
২০০৮ | এস.এস.সি | ৭৭ | ৫১ | ৬৬.২৩% |
২০০৯ | এস.এস.সি | ৮১ | ৭৪ | ৯১.৩৬% |
২০১০ | এস.এস.সি | ৬১ | ৫৮ | ৯৫.০৮% |
২০১১ | এস.এস,সি | ৭৯ | ৭৬ | ৯৬% |
১। ১৯৯৯ সালে জুনিয়র বৃত্তি প্রাপ্ত হয় ০১টি,
২। ২০০৭ সালে জুনিয়র বৃত্তি প্রাপ্ত হয় ০২টি,
৩। ২০০৮ সালে জুনিয়র বৃত্তি প্রাপ্ত হয় ০৪টি,
৪। ২০০৯ সনে জুনিয়র বৃত্তি প্রাপ্ত হয় ০২টি,
৫। ।২০১০ সনে জুনিয়র বৃত্তি প্রাপ্ত হয় ০১টি এবং
৬। ২০১১ সনে এস.এস.সি বৃত্তি প্রাপ্ত হয় ০১টি।
ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক শাখা খোলার ব্যবস্থা করা হইয়াছে। এ লক্ষ্যে ভবন নির্মাণ চলিতেছে ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বৃদ্ধি করা হইয়াছে এবং ঝরে পড়ার হার শূন্যের কোটায় আনার প্রচেষ্টা চলিতেছে। এস.এস,সি ও জে.এস,সিতে শতভাগ ফলাফল অর্জন করার জন্য বাস্তব পরিকল্পনা গ্রহণ করা হইয়াছে।
বিয়ানীবাজার সদর হইতে পূর্ব দিকে ০৩ কিঃমিঃ দূরত্বে অবস্থিত। বিয়ানীবাজার-সারপার পাঁকা রাস্তা বিদ্যালয়ের উত্তর পার্শ্ব দিয়া অতিক্রান্ত করিয়াছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস