সুনামগঞ্জ জেলাধীন তাহিরপুর উপজেলার অন্তগর্ত মৌজা: তাহিরপুর, জেএল নঙ- ১৭০, খতিয়ান নং- ৪৪৭ ও ৪৯৩ এ মোট ৪.০৫ একর সীট নং-১, তাহিরপুর উপজেলা সদর হতে ৫কিঃমিঃ পশ্চিমে বৌলাই নদীর তীরে বিদ্যালয়টির অবস্থান। বিদ্যালয়ে ষষ্ট হতে দশম শ্রেণী পর্যন্ত ৫টি শ্রেণী আছে। নবম ও দশম শ্রেণীতে মানবিক ও বিজ্ঞান শাখা চালু আছে। বিদ্যালয়ে ৪টি পাকা ও ২টি আধা পাকা ভবন আছে। বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ আছে। বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা হিসেবে ১টি নলকূপ আছে। শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক শৌচাগার আছে।
তাহিরপুর জুনিয়র হাই স্কুল হিসেবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বোর্ড কর্তৃক বিভিন্ন মেয়অদে জুনিয়র হাই স্কুল হিসাবে স্বীকৃতি প্রদানের পর ০১/০১/১৯৬৩খ্রিঃ হতে ১ম শ্রেণী খোলার অনুমতি প্রদান করা হয়। ০১/০১/১৯৬৪খ্রিঃ হতে তাহিরপুর তাই স্কুল হিসাবে স্বীকৃতি প্রদানের প্রেক্ষিতে ১৯৬৫ সনের এস.এস.সি পরীক্ষার দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীগণ অঙশগ্রহণ করে সবাই কৃতকায হয়। পরবর্তীতে বোর্ড কর্তৃক বিভিন্ন মেয়াদে তাহিরপুর হাই স্কুল হিসবে স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে ২৭/০৮/১৯৮৭ খ্রিঃ হতে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। জাতীয়করনের প্রেক্ষিতে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। বিদ্যালয়টি জাতীয়কারণের পর মোট ১৪টি (প্রঃশিঃ ১, সহঃ প্রঃশিঃ ১, সহঃ শিঃ ৭, কৃষি শিঃ ১, অফিস সহকারী ১, এমএলএসএস ২) পদ সৃষ্টি করা হয়। সৃষ্ট পদে বর্তমান কর্মরত সংখ্যা ০৮ (সহঃ শিঃ ৬, এমএলএসএস ১) এবং শূন্য পদের সংক্যা ০৬ (প্রঃ শিঃ ১, সহঃপ্রঃশিঃ ১, সহঃশিঃ ২, অফিস সহকারী ১, এমএলএসএস ১)।
২০১৪ সাল | ||||
৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম |
১৫২ | ১১২ | ১১৪ | ৯২ | ৭৫ |
জেএসসি | |||||||||
বছর | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | মোট পাশ | পাশের হার |
২০১০ | ৫৬ | - | ৩ | ২ | ৪ | ২৮ | ১১ | ৪৮ | ৮৫.৭১% |
২০১১ | ৮৪ | ৩ | ৯ | ১৪ | ১৮ | ৩৪ | ৫ | ৮৩ | ৯৮.৮০% |
২০১২ | ৭৯ | ১ | ৩৮ | ২০ | ১০ | ৭ | - | ৭৬ | ৯৬.২০% |
২০১৩ | ৮৪ | ৭ | ৩৩ | ২৯ | ১৪ | - | - | ৮৩ | ৯৮.৮০% |
এসএসসি | |||||||||
বছর | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | মোট পাশ | পাশের হার |
২০১০ | ৪৮ | ১ | ১২ | ৭ | ৯ | ১০ | - | ৩৯ | ৮১.২৫% |
২০১১ | ৪১ | ২ | ৭ | ১২ | ৯ | ৬ | ১ | ৩৭ | ৯০.২৪% |
২০১২ | ৬৩ | - | ১৯ | ২১ | ১৩ | ৫ | ১ | ৫৯ | ৯৩.৬৫% |
২০১৩ | ৬৪ | ৪ | ১৪ | ২৬ | ১৩ | ৭ | - | ৬৪ | ১০০% |
২০১৪ | ৮৪ | ১ | ১৫ | ৭ | ১৫ | ২০ | - | ৫৮ | ৬০.৯৫% |
২০১৩ সনের জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত তানভীরুল ইসলঅম দোহা, শিপন রেজা, রাইয়ান আহমদ, জামাল হোসেন, নাদিম মাহমুদ তোহা, সুজন দাস।
ছাত্র-ছাত্রীর শিক্ষার মান উন্নয়ন সহ শিক্ষা কাযর্ক্রমের প্রসার বৃদ্ধি।
জেলা সদর হতে পশ্চিম দিকে সড়ক পথে মোটর সাইকেল, বাস যোগাযোগ। উপজেলা সদর হতে সড়ক পথে মোটর সাইকেল, রিক্সা অথবা বাস যোগাযোগ।
২০১৪ সনের এসএসসি পরীক্ষার জিপিএ A+প্রাপ্ত ওয়াসিম।
২০১৩ সনের এসএসসি পরীক্ষার জিপিএ A+প্রাপ্ত নাদির উজ্জামান ইমন, আফসানা মিমি, সাজ্জাদুর রহমান, ফাহমিদা ইয়াসমিন তুবা।
২০১৩ সনের জেএসসি পরীক্ষায় মেধা তালিকা অনুসারে উপজেলার ১ম ও ২য় স্থান অধিকারী তানভিরুল ইসলাম তোবা ও শিপন রেজা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস