প্রতিষ্ঠানটি সিলেট জেলার অন্তরগত জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের ঈদগাহবাজার সংলগ্ন সিলেট-শেওলা-জকিগঞ্জ রাসত্মার উত্তর পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত;যার জে, এল, নং-৪০, মৌজাঃ বেউর, খতিয়ান নং-৩৬৪, দাগ সাবেক-১৪৭২, ডিপি খতিয়ান নং-৪৯৩, হাল দাগ নং-১৬০১।
শিক্ষা প্রতিষ্ঠান গৃহের বর্ণনাঃপ্রতিষ্ঠানটি আধা পাকা ‘‘L’’ আকৃতির, যার মোট কক্ষ সংখ্যা ০৮. তন্মধ্যে শ্রেণি কক্ষ ০৬ টি, অফিস কক্ষ ০১ টি, শিক্ষক মিলনায়তন ০১ টি। প্রতিষ্ঠানটি মোট ২৭ শতক ভূমির উপর অবস্থিত।
রাইজিংসান বহুমুখী সমবায় সমিতি লিঃ ডাক-ঈদগাহ বাজার, জকিগঞ্জ, সিলেট ২০০৭ খ্রি. সনে প্রতিষ্ঠিত হয়, যার নিবন্ধন নং-২৩/০৭-০৮ । সমিতির সভ্য এলাকার শিক্ষার উন্নয়নের কথা চিমত্মা করে ২০০৯ খ্রি. সনের ১৭ জানুয়ারী সিলেট জেলাধীন জকিগঞ্জ উপজেলার ০৪ নং খলাছড়া ইউনিয়নের অমত্মর্গত ঈদগাহ বাজারের সন্নিকটে রাইজিংসান কিন্ডার গার্টেন নামে একটি বেসরকারী স্কুল প্রতিষ্ঠা করা হয়। এটি রাইজিংসান বহুমুখী সমবায় লিঃ এর একটি শিক্ষা প্রকল্প। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি অত্যমত্ম সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে । প্রথম বছর অর্থাৎ ২০০৯ খ্রি. সনে নার্সারী হতে স্ট্যান্ডার্ড ৩য় শ্রেণী পর্যমত্ম, পরবর্তী বছর অর্থাৎ ২০১০ খ্রি. সনে স্ট্যান্ডার্ড ৪র্থ শ্রেণী পর্যমত্ম এবং ২০১১ খ্রি. সনে বিদ্যালয়টিকে স্ট্যান্ডার্ড ৫ম শ্রেণী পর্যমত্ম উন্নীত করা হয়। ২০১১ খ্রি. সনে এ বিদ্যালয় হতে প্রথম প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে এবং জাতীয় বৃত্তি প্রাপ্তিসহ ১০০% ফলাফল অর্জন করে। ২০১২ ও ২০১৩ খ্রি. সনেও ঐ বিদ্যালয় হতে সমাপনী পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে জাতীয় বৃত্তি ও একাধিক জিপিএ-৫ সহ ১০০% ফলাফল অর্জন করে। ২০১৩ খ্রি. সনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিদ্যালয়টি খলাছড়া ইউনিয়ন ও পার্শ্ববর্তী বীরশ্রী ইউনিয়নের মধ্যে ১ম স্থান অধিকার করে। তাছাড়া হাফিজ আহমদ ও শাববীর আহমদ শিক্ষা ট্রাস্টের উপবৃত্তি পরীক্ষায়ও বিদ্যালয়টি ঈর্ষণীয় ফলাফল অর্জন করে আসছে। মানসম্মত শিক্ষার পাশাপাশি বিদ্যালয়টি সহশিক্ষা কর্যক্রমেও গুরম্নত্বপূর্ণ অবদান রাখছে। ২০১০ খ্রি. সন হতে প্রতি বছরই উপজেলা পর্যায়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মহান বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপেস্ন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ১ম ও ২য় স্থান অধিকার করে আসছে। তাছাড়া বিদ্যালয়টি রেজিস্ট্রেশনপ্রাপ্ত কাব স্কাউট দল। ২০১১, ২০১২ ও ২০১৩ খ্রি. সনে উক্ত বিদ্যালয়ের কাব স্কাউট দল যথাক্রমে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়, জিএমসি একাডেমী (স্কুল ও কলেজ), জকিগঞ্জ, সিলেট এবং দক্ষণ সুরমা উপজেলার মকন উচ্চ বিদ্যালয় মাঠে কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণ করে সফলতার সাথে কোর্স সম্পন্ন করে। কাব স্কাউটে সফলতার নিদর্শন স্বরূপ উক্ত বিদ্যালয়ের প্রিন্সিপাল (প্রধান শিক্ষক) এ বছর অর্থাৎ ২০১৪ খ্রি. সনে জাতীয় এ্যাওয়ার্ড প্রাপ্তির সম্ভাবনা বিদ্যমান। বিদ্যালয়টি আগামীতে জাতীয় কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণ করবে। উপরোক্ত সহশিক্ষা কার্যক্রম ছাড়াও উক্ত বিদ্যালয়ে অন্যান্য সহশিক্ষা কার্যক্রম যেমনঃ- সকল জাতীয় দিবস পালন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন, প্রতিবছর শিক্ষা সফরে গমন, প্রাত্যহিক শিক্ষার্থী সমাবেশ, সাপ্তাহিক ছাত্র-শিক্ষক সমাবেশ, আমত্মঃইউনিয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ইত্যাদি কার্যক্রমে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে।
বর্তমানে বিদ্যালয়টিতে নার্সারী (শিশু শ্রেণী) হতে স্ট্যান্ডার্ড ৫ম শ্রেণী পর্যমত্ম পাঠদান করা হয়। লেখাপড়ার মানোন্নয়নের দিকে লক্ষ্য রেখে প্রতি শ্রেণীতে অনধিক ৪০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। ছাত্র-ছাত্রীদের স্বতন্ত্র ইউনিফর্ম, পরিচয়পত্র, বাড়ীর কাজ আদায়ের নিমিত্তে ডায়েরী সিস্টেম এবং ছাত্র-ছাত্রীদেরকে পরিকল্পিতভাবে লেখাপড়ায় নিমগ্ন রাখার জন্য শিক্ষকদের পক্ষ থেকে হোম ভিজিট চালু রয়েছে । বিদ্যালয়টি সমিতির নিজস্ব ২৭ শতক ভূমির উপর প্রতিষ্ঠিত। পর্যায়ক্রমে বিদ্যালয়টিকে কলেজ পর্যায়ে উন্নীত করার চিমত্মা ভাবনা রয়েছে।
৮। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা শ্রেনী ভিত্তিকঃ
ক্লাস | ছাত্র | ছাত্রী |
নার্সারী | ১৮ | ১৩ |
ওয়ান | ১৮ | ০৭ |
টু | ১৩ | ০৯ |
থ্রী | ১৬ | ১০ |
ফোর | ১৭ | ০৯ |
ফাইভ | ১৪ | ০৬ |
মোট | ৯৬ | ৫৪ |
ক্রমিক নং |
নাম |
পদবী |
গ্রাম |
মোবাইল নাম্বার |
০১ | জনাব মোঃ আব্দুল ফাত্তাহ | সভাপতি | উত্তর মাদারখাল | ০১৯১৭৪৩৫০৪৭ |
০২ | জনাব হাজী মোঃ আব্দুল ওহাব | সহ-সভাপতি | ধলিগাঁও | ০১৭৭০২৮৩৭৮২ |
০৩ | জনাব ডাঃ মোঃ তাজ উদ্দিন | সেক্রেটারী | উত্তর মাদারখাল | ০১৭৯৪৪১৯৮৭০ |
০৪ | জনাব হাফিজ আব্দুল হালিম | সদস্য | লোহারমহল | ০১৭১৫৭৭৭১৪১ |
০৫ | জনাব মোঃ আজমল আলী | সদস্য | উত্তর মাদারখাল | ০১৮১৩১৬১২০৪ |
০৬ | জনাব মোঃ আব্দুল আহাদ | ঐ | উত্তর মাদারখাল | ০১৭৯০৫৭৯৪৩৫ |
০৭ | জনাব মাওঃ শিবিবর আহমদ | ঐ | পিয়াইপুর | ০১৯১১৯২৬৭৪০ |
০৮ | জনাব মাওঃ ছালিম উদ্দিন | ঐ | দক্ষিণ মাদারখাল | ০১৭১০৭০৮৪৪৬ |
০৯ | জনাব মোঃ আব্দুস শহিদ | ঐ | পশ্চিম জামডহর | ০১৮২০৬৩০৭০৩ |
১০ |
জনাব মোঃ খালেদ হোসেন | প্রসাশনিক কর্মকর্তা রাইজিংসান সমিতি ও সদস্য |
বেউর |
০১৭৭২১৮৪১০৮ |
১১ | জনাব আলহাজ্ব মোঃ বেলাল হোসেন | প্রিন্সিপাল ও সদস্য | পূর্ব লোহারমহল | ০১৭৩১৭৭৮০৬৯ |
১২ | জনাব শাহানা বেগম | শিক্ষক প্রতিনিধি | উত্তর মাদারখাল | ০১৭৭৯১৫৫২৮২ |
পরীক্ষা | সন | ফলাফল |
১ম অংশ গ্রহণ | ২০১১ | শতভাগ (সরকারী বৃত্তি ১টি) |
২য় অংশ গ্রহণ | ২০১২ | শতভাগ (সরকারী বৃত্তি ২টি) |
৩য় অংশ গ্রহণ | ২০১৩ | শতভাগ, জিপি.এ-৫ (২টি) (সরকারী বৃত্তি ৩টি) |
সম্পূর্ণ সরকারী শিক্ষা কারিকুলাম অনুসরন পূর্বক সম্পূরক ভাবে ইংরেজী ও ধর্মীয় শিক্ষার উপর গুরম্নত্ব আরোপ করে সমন্বয়ধর্মী মান সম্মত শিক্ষা প্রদান করা হয়ে থাকে।
প্রতিষ্ঠানটি ২০১১ সন হতে ধারাবাহিক ভাবে প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করে আসছে। তাছাড়া ১২ নং ক্রমিকে উলেস্নখিত বছর সমূহে সরকারী বৃত্তি প্রাপ্তির পাশাপাশি প্রতিষ্ঠা লগ্ন হতে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট ও সাবিবর আহমদ শিক্ষা ট্রাস্টের উপবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে ০৪নং খলাছড়া ইউ/পির মধ্যে প্রথম স্থান অর্জন করে। বিদ্যালয়টি মহান স্বাধীনতা দিবস ও মহান বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠানে ২০১০ খ্রিষ্টাব্দ সন হতে ধারাবাহিক ভাবে জকিগঞ্জ উপজেলায় প্রতিবারই প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে আসছে। বিদ্যালয়ের কাব দলটি রেজিষ্ট্রেশন প্রাপ্ত। কাব দলটি বিভিন্ন সময়ে বিভিন্ন কাব ক্যাম্পেইনে অংশ গ্রহণ করে সাফল্য ও অর্জন করে জাতীয় পর্যায়ে সনদ অর্জনের প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া বিদ্যালয়ের আভ্যমত্মরীন সহ-শিক্ষা কার্যক্রম যথাঃ প্রাত্যহিক শিক্ষার্থী সমাবেশ, কুচকাওয়াজ, সাপ্তাহিক ছাত্র/ছাত্রী-শিক্ষক সমাবেশ, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, ক্বেরাত, হামদ্-নাত, কবিতা আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিক্ষা সফর, বিভিন্ন জাতীয় দিবস পালন ইত্যাদি কার্যক্রম চালু রয়েছে।
আগামী ৩ বছরের মধ্যে বিদ্যালয়টিকে অষ্টম শ্রেনী পর্যমত্ম উন্নিত করন এবং পর্যায় ক্রমে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উন্নিত করার পরিকল্পনা রয়েছে।
সরকারী বৃত্তি প্রাপ্ত।
সিলেট-শেওলা-জকিগঞ্জ মুল সড়কের সন্নিকটে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা অত্যমত্ম ভাল।
ক) নামঃ সাদিক আহমদ, পিতাঃ জনাব মোঃ আব্দুর রব, গ্রামঃ লোহারমহল, ডাকঘরঃ ঈদগাহ্ বাজার, জকিগঞ্জ, সিলেট। বৃত্তি প্রাপ্তির সনঃ ২০১১ খ্রি.
খ) নামঃ রাশেদা আক্তার, পিতাঃ মোঃ মইয়ব আলী, গ্রামঃ দুবড়িরপার, ডাকঃ ঈদগাহ্ বাজার, জকিগঞ্জ, সিলেট। বৃত্তি প্রাপ্তির সনঃ ২০১১ খ্রি.
গ) নামঃ মারজানা আক্তার, পিতাঃ মাওঃ আব্দুর রউফ, গ্রামঃ দুবড়িরপার, ডাকঘরঃ ঈদগাহ্ বাজার, জকিগঞ্জ, সিলেট। বৃত্তি প্রাপ্তি সনঃ ২০১২ খ্রি.
ঘ) নামঃ মাহফুজা হক চৌধুরী, পিতাঃ জনাব মোঃ আব্দুল জলিল, গ্রামঃ নওয়া বাড়ি, ডাকঘরঃ ঈদগাহ্ বাজার, জকিগঞ্জ, সিলেট। বৃত্তি প্রাপ্তির সনঃ ২০১৩ খ্রি. জিপি-এ ৫।
ঙ) নামঃ তাসমিয়া সুলতানা, পিতাঃ জনাব মোঃ আজমল আলী, গ্রামঃ উত্তর মাদারখাল, ডাকঘরঃ ঈদগাহ্ বাজার, জকিগঞ্জ, সিলেট। বৃত্তি প্রাপ্তির সনঃ ২০১৩ খ্রি. জিপি-এ ৫।
চ) নামঃ মাহবুব আহমদ, পিতাঃ জনাব মাও: আব্দুল কাদির, গ্রামঃ উত্তর মাদারখাল, ডাকঘরঃ ঈদগাহ্ বাজার, জকিগঞ্জ, সিলেট। বৃত্তি প্রাপ্তির সনঃ ২০১৩ খ্রি.
ছ) উপবৃত্তি প্রাপ্তঃ
হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট ও শাববীর আহমদ শিক্ষা ট্রাস্টের উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকাঃ ২০১০ খ্রি. হতে ২০১৩ খ্রি. পর্যমত্ম।
ক্রঃ নং | ছাত্র/ছাত্রীর নাম | হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট | সন | শ্রেনী |
০১ | মাহফুজা হক চৌধুরী পিতাঃ মোঃ আব্দুল জলিল | ঐ | ২০১১, ২০১২, ২০১৩ | ৩য়, ৪র্থ ৫ম |
০২ | তাছমিয়া সুলতানা পিতাঃ মোঃ আজমল আলী | ঐ | ২০১১, ২০১২, ২০১৩ | ৩য়, ৪র্থ ৫ম |
০৩ | মাহবুব আহমদ পিতাঃ মাও: আব্দুল কাদির | ঐ | ২০১২, ২০১৩ | ৩য়, ৪র্থ ৫ম |
০৪ | শাহরিয়া আহমদ পিতাঃ মোঃ আব্দুল কুদ্দুছ | ঐ | ২০১২, ২০১৩ | ৩য়, ৪র্থ ৫ম |
০৫ | রম্নবিনা বেগম পিতাঃ মোঃ আমান উদ্দিন | ঐ | ২০১২ | ৫ম |
০৬ | ফাহিম আহমদ পিতাঃ মোঃ ময়নুল হক | ঐ | ২০১৩ | ৩য় |
০৭ | সাবিবর আহমদ পিতাঃ মোঃ আব্দুল হান্নান | ঐ | ২০১৩ | ৩য় |
০৮ | ফাহিম ফাত্তাহ রম্নম্মান পিতাঃ মোঃ আব্দুল ফাত্তাহ | ঐ | ২০১৩ | ৩য় |
০৯ | মারজানা আক্তার পিতাঃ মাও: আব্দুর রউফ | ঐ | ২০১২ | ৪র্থ, ৫ম |
১০ | নোমান আহমদ পিতাঃ মোঃ কামাল উদ্দিন | ঐ | ২০১৩ | ৩য় |
১১ | ফাহিদা পান্না রিমা পিতাঃ মোঃ আব্দুল ফাত্তাহ | ঐ | ২০১২ | ৫ম |
ক্রঃ নং | ছাত্র/ছাত্রীর নাম | সাবিবর আহমদ শিক্ষা ট্রাস্ট | সন | শ্রেনী |
০১ | মাহফুজা হক চৌধুরী পিতাঃ মোঃ আব্দুল জলিল | ঐ | ২০১১, ২০১২ | ৩য়, ৪র্থ |
০২ | তাছমিয়া সুলতানা পিতাঃ মোঃ আজমল আলী | ঐ | ২০১১, ২০১২ | ৩য়, ৪র্থ |
০৩ | মাহবুব আহমদ পিতাঃ মাও: আব্দুল কাদির | ঐ | ২০১১, ২০১২ | ৩য়, ৪র্থ |
০৪ | শাহরিয়া আহমদ পিতাঃ মোঃ আব্দুল কুদ্দুছ | ঐ | ২০১১, ২০১২ | ৪র্থ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস