অত্র বিদ্যালয়টি ০১/০১/১৯৭২ ইংরেজি তারিখে জুনিয়র বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।তৎকালীন বেতার ও তথ্য মন্ত্রী মোঃ মিজানুর রহমান চৌধুরী সাহেব ২৯ শে সেপ্টেম্বর ১৯৭২ সালে উদ্ভোধন করেন।বিদ্যালয়ের প্রথম স্বীকৃতি নং ৪০২/এমজি তারিখ ০১/০৩/৭৪।১৯৮৭ সাল থেকে ৯ম শ্রেণী চালু করা হয় যাহার স্বীকৃতি নং৮৮/৬৯৪ তারিখ ২৮/০৬/১৯৮৯ ইংরেজি।৯ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালু করা হয় ০১/০১/১৯৯৫ ইংরেজি যাহার স্বীকৃতি নং ১৫৯/৮৮/৩৯৬ তারিখ ১৬/০১/১৯৯৫ ইংরেজি।৯ম শ্রেণীতে কম্পিউটার শাখা খোলা হয় ০১/০১/২০০৪ ইংরেজি যাহার স্বীকৃতি নং ৯২/৭২৯ তারিখ ২৩/০৮/২০০৪ ইংরেজি।বিদ্যালয়ের এম.পি.ও. কোড ১৫০২০৮১৩০২।উপবৃত্তির আইডি.নম্বর ১১৮২৪৮০।বোর্ডের কোড নম্বর ১৩৬৮।EIIN নম্বর ১৩০১৩৬।৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান দেওয়া হয়।
সদ্য স্বাধীনতা লাভ করা বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার থানার ৯ নং মোল্লাপুর ইউনিয়নে ছোট মোল্লাপুর মৌজার মোল্লাপুর গ্রামে অত্র এলাকার সুধীজন ও গণ্যমান্য বাক্তিগণ মিলে জুনিয়র হাই স্কুল (৬ষ্ঠ থেকে ৮ম) হিসেবে যাত্রা শুরু করে।প্রতিষ্ঠাকালীন সময়ে প্রতিষ্ঠাতা ছিলেন ০৮ জন এবং আজীবন দাতা সদস্য ছিলেন ০১ জন।বর্তমানে আজীবন দাতা সদস্য ৪২ জন এবং এককালীন দাতা সদস্য কয়েকশত রহিয়াছেন।অত্র বিদ্যালয়ে ০৪ টি ভবন আছে।এর মধ্যে ২ টি ভবন অর্ধ পাকা ও ২ টি ভবন পাকা।এই বিদ্যালয়ে ১৯৯৮-১৯৯৯ অর্থবছরে ১ টি মাত্র ভবন ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট কর্তৃক ১৭,৫০,০০০/= সাড়ে সতের লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হয়।অন্যান্য ৩ টি ভবন অত্র এলাকার লোকজন ও প্রবাসী বাক্তিবর্গের সাহায্যার্থে নির্মিত হয়।দ্বিতল একটি ভবনের ২য় তলার নির্মাণ কাজ অর্থের অভাবে এখনও সম্পন্ন করা সম্ভব হয়নি।সুন্দর গ্রামীণ পরিবেশে বিদ্যালয়টিতে পাঠদান করা হচ্ছে।
নং | শ্রেনী | ছাত্র | ছাত্রী | মোট |
০১ | ৬ষ্ট | ৬৬ | ৫৪ | ১২০ জন |
০২ | ৭ম | ৫৩ | ৪২ | ৯৫ জন |
০৩ | ৮ম | ৬১ | ৪৫ | ১০৬ জন |
০৪ | ৯ম | ৩১ | ২৩ | ৫৪ জন |
০৫ | ১০ম | ৩৬ | ৩১ | ৬৭ জন |
পরিচালনা পরিষদের সভাপতি | মোঃ সেলিম উদ্দিন | |||
বর্তমান পরিচালনা কমিটির তথ্য | মোট সদস্য ১১ জন। | |||
ক্রমিক | নাম | পদবী | ক্যাটাগরি | |
০১ | মোঃ সেলিম উদ্দিন | সভাপতি | দাতা সদস্য | |
০২ | আলহাজ্জ মোঃ মছদ্দর আলী | সদস্য | প্রতিষ্ঠাতা সদস্য | |
০৩ | মোঃ মনিরুল ইসলাম | সদস্য | অভিভাবক সদস্য | |
০৪ | মোঃ আব্দুল আজিজ | সদস্য | অভিভাবক সদস্য | |
০৫ | মোঃ আব্দুল জব্বার তাপাদার | সদস্য | অভিভাবক সদস্য | |
০৬ | মোঃ গৌছ উদ্দিন | সদস্য | অভিভাবক সদস্য | |
০৭ | সাজনা বেগম | সদস্য | মহিলা অভিভাবক সদস্য | |
০৮ | মোঃ আজমল হোসেন মুক্তা মিয়া | সদস্য | কো-অপট সদস্য | |
০৯ | মোঃ সামছুল আলম | সদস্য | শিক্ষক প্রতিনিধি |
সন | এস এস সি | জে এস সি
|
২০০৯ | ৭১.৭০ % | - |
২০১০ | ৭৮.০৮ % | ৪৩.৫২ % |
২০১১ | ৯০.০০ % | ৮৯.১৮ % |
২০১২ | ৯৭.০১ % | ৭৬.২৫ % |
২০১৩ | ৮৫.০৫ % | - |
বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পরিষদ, শিক্ষার্থী সহ সকলের সহযোগিতায় বিগত কয়েক বছর ধরে এস. এস. সি. ও জে. এস. সি. পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি সরকারী বৃত্তি লাভ করে আসছে।গত ২০১১ সালের এস. এস. সি. পরীক্ষায় ২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে, ২০১০ সালের জে. এস. সি. পরীক্ষায় ১ জন সাধারণ গ্রেডে, ২০০৮ সালে অষ্টম শ্রেণিতে ৩ জন সাধারণ গ্রেডে, ২০০৭ সালে অষ্টম শ্রেণিতে ১ জন সাধারণ গ্রেডে, বৃত্তি লাভ করে।
২০১২ সালের জুলাই মাস থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী খোলার পরিকল্পনা রয়েছে।
বিয়ানীবাজার উপজেলা সদর থেকে দক্ষিণে পৌর এলাকার সীমানায় মোল্লাপুর ইউনিয়ন পরিষদের পাশে বিদ্যালয়টি অবস্থিত।সরাসরি সড়ক যোগাযোগ আছে। email: muhs72@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস