জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন্ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। ইহা সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার থানার ১১নং লাউতা ইউনিয়নের জলঢুপ গ্রামে শে্ওলা-জুড়ি পাকা সড়কের পশ্চিম পার্শ্বে সরম্য মনোরম পরিবেশে টিলার উপর অবস্থিত U আকৃতির একটি প্রতিষ্টান।বিদ্যালয়ে ৩টি পাকা টিন সেডের ঘর,২টি পাকা একতলা বিল্ডিং একটি দু-তলা বিল্ডিং একটি লাইব্রেরী একটি ছাত্রীদের নামাজের ঘর একটি বিজ্ঞানাগার,একটি২০টি কম্পিউটার সহ B.L.S.P প্রদত্ত কম্পিউটার ল্যাব, একটি শহীদ মিনার,৪টি অফিস কক্ষ্ও একটি ছাত্রী মিলনায়তন আছে।বিদ্যালয়ের মোট ৬.৯১ একর জমি আছে। বিদ্যালয়ে ২টি খেলার মাঠ আছে যার একটি বিদ্যালয় সংলগ্ন এবং অন্যটি বিদ্যালয থেকে্প্রায় ১কিমি দুরে অবস্থিত। বিদ্যালয়ে ১৫টি শ্রেনী কক্ষ ১৪টি সৌচাগার বিদ্যমান।
জলঢুপ অতি প্রাচীন্ও ঐতিহ্যমন্ডিত জনপদ। এ জনপদের প্রাচীনতম স্থাপনার মধ্যে জলঢুপ থানা্ও জলঢুপ উচ্চ বিদ্যালয় অন্যতম। জলঢুপ কমলাবাড়ী নিবাসী বাবু সত্যে্ন্দ্র নাথ শর্মা(সত্যবাবু) এর নেতৃত্বে এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গের সহযোগিতায় বড়বাড়ীর বংক বিহারী শর্মার পরিবার বর্গের ক্রয়কৃত ৪০ শতক জমির উপর ১ম বিদ্যালয় ঘর নির্মান করা হয়। প্রতিষ্ঠাতা সভাপতি বাবু বংক বিহারী শর্মা&ও সচিব বাবু সত্যেন্দ্র নাথ শর্মাএবং প্রধান শিক্ষক সারদাচরন অধিকারী (BA)।প্রথম অবস্থায় বিদ্যালয়টি এম,বি (মধ্যবঙ্গ) এবং পরবর্তীতে ১৯৪৯ইং সন পর্যন্ত এম,ই(মধ্য ইংরেজী) বিদ্যালয় হিসাবে স্বীকৃত। ১৯৪৯ ইং সনে প্রথম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়।১৯৭২ সনে বিজ্ঞান শাখার অনুমোদন লাভ করে। বিদ্যালয়ে ৫টি অতিরিক্ত অনুমোদিত শাখা আছে যার মধ্যে ২০০২সনে ৬ষ্টুখ,৭ম-খ,২০১১সনে ৭ম-গ, ৯ম-খ এবং ১০ম-খ শাখার অনুমোদন্ও ২০০৪ সনে কম্পিউটার শাখা এবং ২০১১সনে কৃষি শাখার অনুমোদন লাভ করে।
শ্রেনী | মোট | ছাত্র | ছাত্রী |
৬ষ্ট | ১৭০ | ৬৯ | ১০১ |
৭ম | ১৪১ | ৬৭ | ৭৪ |
৮ম | ১৪৫ | ৫৫ | ৯০ |
৯ম | ১৫১ | ৫৩ | ৯৮ |
১০ম | ৯৮ | ৪৫ | ৫৩ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব মো:আব্দুল লতিফ বড় ভূঁইয়া | সভাপতি |
০২ | জনাব জালাল উদ্দিন | সদস্য সচিব(পদাধিকার বলে) |
০৩ | জনাব মো:মুছবিবর আলী | শিক্ষক সদস্য |
০৪ | জনাব মো:সাহাব উদ্দিন | শিক্ষক সদস্য |
০৫ | জনাব ফকর উদ্দিন | সাধারন অভিভাবক সদস্য |
০৬ | জনাব এখলাছ উদ্দিন আহমদ | সাধারন অভিভাবক সদস্য |
০৭ | জনাব হাজী মো: এমদাদুর রহমান | সাধারন অভিভাবক সদস্য |
০৮ | জনাব মো: সুনার উদ্দিন | সাধারন অভিভাবক সদস্য |
০৯ | জনাব নূরুন নাহার | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০ | জনাব মো: আব্দুল মতলিব | দাতা সদস্য |
১১ | বাবু দেবাশীষ পুরকায়স্থ | শিক্ষানুরাগী সদস্য |
ক্রমিক নং | সন | মোট পরীক্ষার্থী | মোট পাশ | শতকরা হার% |
১ | ২০০৭ | ৬৫ | ২৮ | ৩৮.৮৮ |
২ | ২০০৮ | ৯৩ | ৫৮ | ৬২.৩৬ |
৩ | ২০০৯ | ১৫৭ | ৯৫ | ৬০.৫ |
৪ | ২০১০ | ১২৪ | ১০৬ | ৮২.৮১ |
৫ | ২০১১ | ১০৯ | ৯৯ | ৯০.৮২ |
(খ) জে এস সি
ক্রমিক নং | সন | মোট পরীক্ষার্থী | মোট পাশ | শতকরা হার% |
১ | ২০১০ | ১১৯ | ৭৫ | ৬৩.২০ |
২ | ২০১১ | ১৯১ | ১৭৭ | ৯২.৬৭ |
পরীক্ষার সন | টেলেন্টপুল | সাধারন |
২০০৬ | ০০ | ০৪ |
২০০৭ | ০১ | ০৪ |
২০০৮ | ০০ | ০১ |
২০০৯ | ০০ | ০২ |
২০১০ | ০২ | ০৪ |
ফলাফলে ক্রমোন্নোতি এবং শিক্ষার সুষ্টু পরিবেশ বজায় রেখে প্রতিষ্টানে ঐতিহ্য অক্ষুন্ন রাথতে সক্ষম।
শিক্ষার মান আবো উন্নতিকরন এবং বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক্ওকারিগরি শিক্ষা চালু করার ভবিষ্যত পরিকল্পনা রয়েছে।
জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়।
ডাক:জলঢুপ,উপজেলা:বিয়ানী বাজার,জেলা:সিলেট।
বিদ্যালয় কোড-১৩৫১ বেনবেইস নং-১৫০২০২১৩০১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস