Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিভাগীয় কমিশনার


আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি

বিভাগীয় কমিশনার, সিলেট


সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের একজন কর্মকর্তা। সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি সরকারী কর্মচারী হাসপাতালের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন এবং এর পূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।


১৯৯৮ সালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে মাঠ প্রশাসনের চাকুরি শুরু করেন। তিনি পিরোজপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও বিভিন্ন কর্মস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া উপসচিব হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে দায়িত্ব পালন করেছেন।


সোনাকানিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসা, চট্রগ্রাম হতে দাখিল এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, চট্রগ্রাম হতে আলিম পর্যায় সম্পন্ন করে আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আইন বিভাগ নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের টিসাইড ইউনিভার্সিটি হতে সমাজকর্ম বিভাগ নিয়ে পুণরায় সফলতার সাথে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০২০ সালে National Defence College হতে National Defence Course সম্পন্ন করেন।


তিনি পেশাগত কারণে চীন, সৌদিআরব, জার্মানি, যুক্তরাজ্য, ভারত, তুরস্ক, ফ্রান্স, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র এবং সুইজার‌ল্যান্ডসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।


আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি এঁর নিজ জেলা চট্টগ্রাম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি এবং স্ত্রী  জনাব জাবিনা মমতাজ কাসপিয়া এর ০২ জন সন্তান রয়েছে।