বাংলাদেশ স্বাধীন হবার পর স্বাধীন বাংলাদেশে সাবেক সিলেট জেলা ছিল চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। পরবর্তিতে ১৯৯৫ খ্রিস্টাব্দের ১ আগস্ট সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার এই চারটি জেলা নিয়ে সিলেট বিভাগ গঠিত হয়। সিলেট হয় বাংলাদেশের ষষ্ঠ বিভাগ। বিভাগ হিসেবে ঘোষণার পর সিলেট জেলা পরিষদ ভবনে সিলেট বিভাগের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। ১৯৯৭ সনের ২০ অক্টোবর তৎকালীন ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সদর থানার (বর্তমানে দক্ষিণ সুরমা উপজেলা) আলমপুর নামক স্থানে সুরমা নদীর দক্ষিণ তীর ঘেঁষে মনোরম প্রাকৃতিক পরিবেশে গোটাটিকর মৌজাস্থিত সিলেট-গোলাপগঞ্জ-বিয়ানীবাজার-জকিগঞ্জ রোডের উত্তর পার্শ্বে বিভাগীয় সদর দপ্তরের অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে ২০০০ সনে স্থাপিত আধুনিক শৈলীর নয়নাভিরাম ভবনে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয স্থানান্তর করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস