https://t.me/STDNX
দেশের ৬ষ্ঠ বিভাগ হিসেবে ৪টি জেলা নিয়ে ০১ আগস্ট ১৯৯৫ তারিখে সিলেট বিভাগের যাত্রা শুরু হয়। ঐতিহ্যগতভাবে সিলেট বিভাগ অত্যন্ত সমৃদ্ধও প্রাকৃতিক সম্পদে ভরপুর। এ বিভাগে রয়েছে শাহজালাল (র:) ও হযরত শাহপরান (র:)সহ ৩৬০ আউলিয়ার মাজার, শ্রী চৈতন্যের জন্মস্থান, হাকালুকি, টাংগুয়ার হাওরসহ বিপুল জলাভূমি, মাধবকুন্ড ও হামহাম জলপ্রপাত, চা-বাগানসহ অনেক দর্শনীয় স্থান। এ বিভাগে জন্মগ্রহণ করেছেন প্রখ্যাত সাধক হাছন রাজা, রাধারমন, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর এম এ জি ওসমানীসহ অনেক জ্ঞানী ও গুণী ব্যক্তিত্ব। এ সকল বিষয়ে বিস্তারিত তথ্যাদিসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি জেলা ও বিভাগীয় ওয়েব পোর্টালে সন্নিবেশিত হয়েছে।
সিলেট বিভাগীয় ওয়েব পোর্টালের মাধ্যমে সিলেট বিভাগ সারা বিশ্বে পরিচিতি পাবে। এ পোর্টালের মাধ্যমে একদিকে যেমন বিভাগীয় পর্যায়ের অফিসসমূহ সম্পর্কে জনগণ ধারণা পাবেন তেমনি জেলা, উপজেলা ও ইউনিয়ন ওয়েব পোর্টালেও প্রবেশ করতে পারবেন। আমি বিশ্বাস করি, এর মাধ্যমে বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় পর্যায়ে সরকারী অফিসসমূহের কাজের গুণগতমান বৃদ্ধিসহ গতিশীলতা, দক্ষতা ও স্বচ্ছতা আসবে। সময়ের পরিক্রমায় এটি আরো তথ্যবহুল হবে বলে আমি আশা করি।
সিলেট বিভাগীয় পোর্টালে প্রবেশের জন্য আপনাকে ধন্যবাদ।
বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব)
সিলেট বিভাগ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস