ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম (NESS) বাস্তবায়নের নিমিত্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট এ স্থাপিত ফ্রন্ট ডেস্ক ২৪ জুলাই ২০১৪ খ্রিস্টাব্দ সকাল ১১.০০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত, এম পি শুভ উদ্বোধন করেন।
ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম (NESS) সরকার কর্তৃক প্রদানকৃত সকল সেবাসমূহ প্রদানের একটি ইলেক্ট্রনিক সিস্টেম। ডিজিটাল বাংলাদেশ রূপায়নের পথে বিশ্বমানের অফিস পদ্ধতি প্রণয়ন, জনগলের দোরগোড়ায় নয় বরং হাতের মুঠোয় সেবা পৌঁছানো এবং পেপার লেস অফিস প্রবর্তনের প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম কর্তৃক NESS প্রতিষ্ঠিত হয়। এই সিস্টেমকে বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই প্রোগ্রাম থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি করে ফ্রন্ট ডেস্ক স্থাপনের নির্দেশনা পাওয়া যায়। এ প্রেক্ষিতে এ ফ্রন্ট ডেস্কটি স্থাপন করা হয়েছে। বর্তমানে ফ্রন্ট ডেস্ক থেকে দাপ্তরিক পত্রসমূহ ই-ফাইলে (নথি) আপলোড করা হচ্ছে।
ফ্রন্ট ডেস্ক এ সম্পাদিত কার্যাবলী:
ফ্রণ্ট ডেস্কের ফোন নম্বরঃ
ই-মেইল ঠিকানাঃ divcomsylhet@mopa.gov.bd
ফ্রণ্ট ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী ও ফোন নম্বর
ক্রঃ নং |
নাম |
পদবী |
ফোন নম্বর |
০১ |
মিজ নাসরিন চৌধুরী
|
সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন) |
০২৯৯৬৬৪৩৪৩১ |
ফ্রণ্ট ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর নাম, পদবী ও ফোন নম্বর
ক্র.নং.
|
নাম
|
পদবী
|
ফোন নম্বর
|
০১
|
অচ্যুৎ মহারত্ন
|
উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা
|
০১৭৩৯৬৬৭৯৬১
|
০২
|
রোমেনা আক্তার
|
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
|
০১৭৪৩-৬৮৬২৯৯
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস