Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়

ডাক-ঈদগাহ বাজার,জকিগঞ্জ,সিলেট।

 

          প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় বৃটিশ,প্রাকিস্তান ও বাংলাদেশ এ পরিক্রমায় আমাদের  পরিচিতি ,ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি সব কিছু আবর্তিত হলেও অত্র এলাকার মানুষ শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল।

 

        ১৯৮৪ সালের কথা- তখন অত্র এলাকার মানুষ শিক্ষার গুরুত্ব অনুধাবনে তেমন একটা আগ্রহবোধ করতনা। ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠানো তাদের সু-শিক্ষায় শিক্ষিত করা এবং ভবিষ্যৎ জাতি গঠণে অংশগ্রহন এসব নিয়ে বিচলিত হওয়ার মানুষের যথেষ্ঠ অভাব ছিল। প্রাথমি শিক্ষায় শিক্ষিতদের কেউ শিক্ষিত মনে করা হতো। যে কয়জন হাতে গোনা লোক এস.এস.সি পর্যন্ত পাশ করেছিল। তাদেরকে সবাই মাষ্টার সাব বলে সম্বোধন করত। সমগ্র এলাকায়-৬/৭জন মাত্র স্নাতক পাশ ব্যক্তি ছিলেন। ডিগ্রিধারী ছিলেন মাত্র এক জন। পূর্বে এবং পশ্চিমে-৬/৭ কিলোমিটার উত্তরে প্রায়-১৫ কিলোমিটার এবং দক্ষিনে ভারত পর্যন্ত কোন মাধ্যমিক বিদ্যালয় ছিলনা। ছেলেদের মাধ্যমিক শিক্ষাই যেখানে ছিলনা সেখানে মেয়েদের শিক্ষা গ্রহনের কথা চিন্তা করার কোন অবকাশ ছিলনা।

 

        এমনি এক ক্রান্তি লগ্নে অত্র এলাকার গনমানুষের প্রানের আকুতি হিসাবে-০১-০১-১৯৮৫ইং হতে ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়টি যাত্র শুরু করে।