https://t.me/STDNX
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্দেশ্য ও কার্যাবলী:
১) বিভাগ ব্যাপী খেলাধূলার উন্নয়ন, প্রসার এবং সমন্বয় সাধন করা।
২) বিভাগ পর্যায়ে খেলাধূলার প্রশিক্ষণের পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করা।
৩) বিভাগ পর্যায়ে বিভিন্ন খেলায় আন্ত: জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ও সংগঠন।
৪) বিভাগীয় ক্রীড়া দলসমূহের জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করা।
৫) যে কোন জাতীয় ক্রীড়া ফেডারেশনের বিধিমালা অনুযায়ী তাঁদের আঞ্চলিক বা বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠান।
৬) অনুমোদিত ক্রীড়া সমিতি/সংস্থাসমূহের মধ্যে সুষ্ঠু শৃংখলা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করা।
৭) বিভিন্ন পরিষদ ও উপ-পরিষদ গঠন করা।
৮) জাতীয় ক্রীড়া পরিষদ হতে জারঅকৃত নির্দেশাবলী পালনার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটি নিম্নরূপ:
সভাপতি - বিভাগীয় কমিশনার, সিলেট
সহ সভাপতি - উপমহাপুলিশ পরিদর্শক, সিলেট রেঞ্জ, সিলেট।
সহ সভাপতি - অতিরিক্ত কমিশনার (সার্বিক), সিলেট বিভাগ, সিলেট।
সহ সভাপতি - পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট।
সহ সভাপতি - হাজী হেলাল উদ্দিন আহমদ
সাধারণ সম্পাদক - জনাব সফিউল আলম চৌধুরী নাদেল
সহ-সাধারণ সম্পাদক - জনাব জুম্মা আব্বাস রাজু
সহ-সাধারণ সম্পাদক - জনাব ইমরান আহমদ
কোষাধ্যক্ষ - জনাব সাহিদ আহমদ চৌধুরী জুয়েল
এছাড়া ১২(বার) জন সম্মানিত সদস্য রয়েছেন।
সম্প্রতি ডিসেম্বর ২০১৩ মাসে সিলেট এর নব নির্মিত বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ষ্ঠিত হয়েছে বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। উক্ত স্টেডিয়ামে মার্চ ২০১৪ মাসে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ার্ল্ড টি ২০ বাংলাদেশ। বিভাগীয় ক্রীড়া সংস্থা উক্ত ম্যাচ সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।
এছাড়াও বিভিন্ন জাতীয় দিবস যেমন, স্বাধীনতা দিবস, মহান বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রভৃতি শ্রদ্ধার সাথে পালন করা হয় সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে।
বিভাগীয় ক্রীড়া সংস্থার যোগাযোগের ঠিকানা:
অফিস: জেলা স্টেডিয়াম, সিলেট। ফোন: ৭১৯০৩০, ফ্যাক্স: ৭১৫৪০৯, মোবাইল: সাধারণ সম্পাদক-০১৭১১৯৯৫৫২৫।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS