https://t.me/STDNX
সিলেট জেলার শ্রেষ্ট ডিজিটাল সেন্টারের পুরষ্কার লাভ করেছে আমার পরিচালনাধীন অলংকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টার। সিলেট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মোহাম্মদ আলী জিমনেসিয়ামে গত ১৩ই জানুয়ারী ২০১৬ইং ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোধন করেন মাননীয় মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব মো মইন উদ্দিন স্যার। দুই দিন ব্যাপি আয়োজিত মেলা ১৪ জানুয়ারী ২০১৬ সেরাদের পুরষ্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়। সিলেটের জেলা প্রশাসক জনাব মো জয়নাল আবেদীন স্যার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জনাব মো জামাল উদ্দিন স্যার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মো কামরুল আহসান স্যার এবং এডিসি (শিক্ষা ওআইটি) জনাব শহীদ মো ছাইদুল ইসলাম স্যার। উক্ত মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ১৭টি পুরষ্কার প্রদান করা হয়। সিলেট জেলার শ্রেষ্ঠ ইউডিসি হিসাবে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টার পুরষ্কার লাভ করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS